মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ক্রীড়াঙ্গন থেকে বিএনপির মনোনয়ন পেলেন যারা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১২:১৩ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ক্রীড়াঙ্গন থেকে চারজনকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে প্রকাশিত তালিকায় তাদের নাম নিশ্চিত করা হয়।

ঘোষিত তালিকা অনুযায়ী ঢাকা-১৬ আসন থেকে মনোনয়ন পেয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।

খুলনা-৫ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন সাবেক বিসিবি সভাপতি আলী আসগর লবি। ঢাকা-৬ আসনে মনোনয়ন পেয়েছেন ক্রীড়া সংগঠক ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

আর নারায়ণগঞ্জ-৫ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ, যিনি সিসিডিএমের সাবেক ভাইস চেয়ারম্যান ও মোহামেডান ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান ছিলেন।

বিএনপির সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনে ক্রীড়াঙ্গনের জনপ্রিয় মুখদের রাজনীতিতে যুক্ত করে দলটিকে আরও গতিশীল করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন