সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ক্রিকেট বোর্ডের পরিচালক হলেন রুবাবা দৌলা 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১১:৩৭ এএম
বিসিবির লোগো, রুবাবা দৌলা
expand
বিসিবির লোগো, রুবাবা দৌলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুই পরিচালক ছিলেন। এর মধ্যে একজন ছিলেন ব্যবসায়ী ইসফাক আহসান।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আওয়ামী লীগ সম্পর্কিত থাকার কারণে নেতিবাচক প্রচার চলতে থাকায় নির্বাচনের রাতেই তাকে পরিচালক পদ থেকে সরানো হয়।

এরপরই আলোচনা শুরু হয় একজন নারী ক্রীড়া সংগঠককে বোর্ড পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার সম্ভাবনা নিয়ে। আলোচনায় উঠে আসে রুবাবা দৌলার নাম।

এনএসসি সেই পথে এগিয়ে গিয়ে করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলাকে পরিচালক পদে মনোনীত করে।

সোমবার (৩ নভেম্বর) সকালে জাতীয় ক্রীড়া পরিষদ তার নিয়োগ নিশ্চিত করেছে।

রুবাবা দৌলা করপোরেট জগতের পরিচিত মুখ হলেও খেলাধুলার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে।

২০০৯ থেকে ২০১৫ পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন এবং স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২০০৭ সালে গ্রামীণফোন ও বিসিবির যৌথ উদ্যোগে মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি স্থাপনে তারও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

করপোরেট জগতে তিনি গ্রামীণফোন ও এয়ারটেলের মতো প্রতিষ্ঠানে শীর্ষ পদে কাজ করেছেন। বর্তমানে তিনি ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

ওরাকল থেকে ছাড়পত্র নেওয়ার পরপরই জাতীয় ক্রীড়া পরিষদ আনুষ্ঠানিকভাবে তার নিয়োগ প্রকাশ করেছে।

আজ বিকেল ৩টায় মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে, যেখানে রুবাবা দৌলার উপস্থিতি থাকার কথা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন