

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাতের বেলা রেলস্টেশন প্ল্যাটফর্মের পাশে একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। পাশের লাইনে আরেকটি ট্রেন আসছিল। ঠিক সেই সময় একজন যাত্রী দৌড়ে চলন্ত ট্রেনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। হঠাৎ পা পিছলে তিনি চলন্ত ট্রেনটির সামনে পড়ে যান। পড়ে যাওয়া ব্যক্তির ওপর দিয়েই ট্রেনটি চলে যায়।
রোববার (২ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ থেকে ঢাকা যাচ্ছিল একটি ট্রেন। ট্রেনটি শ্রীপুর রেলস্টেশন পার হওয়ার পর এক ব্যক্তি দৌড়ে রেললাইন পার হচ্ছিলেন।
এ সময় তার পা পিছলে ট্রেনের সামনে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম আলী বলেন, “ট্রেনে কাটা পড়ে একজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
মন্তব্য করুন
