

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সৌদি আরবে বড় পরিসরে পরিচালিত অভিযানে গত এক সপ্তাহে ২১ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। তাদের বিরুদ্ধে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
রোববার (২ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৩ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এই অভিযান চালানো হয়। এতে আবাসন আইন ভাঙার অভিযোগে ১২ হাজার ৭৪৫ জন, সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের দায়ে ৪ হাজার ৫৭৭ জন, আর শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৪ হাজার ৩২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া, অবৈধভাবে সৌদি সীমান্ত অতিক্রমের সময় ১ হাজার ৬৮৯ জনকে আটক করা হয়— যাদের মধ্যে ৪৬ শতাংশ ইয়েমেনি, ৫৩ শতাংশ ইথিওপীয় এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। আরও ৫৯ জনকে দেশ ছাড়ার সময় আটক করা হয়।
এ সময় ২১ জন সৌদি নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে, যারা অবৈধভাবে অবস্থানকারীদের আশ্রয় বা সহযোগিতা করেছেন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে ৩১ হাজার ৮২৬ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে, যার মধ্যে ৩০ হাজারের বেশি পুরুষ ও প্রায় ১,৭০০ নারী।
ইতোমধ্যে ১৩ হাজার ২৭৯ জন প্রবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে, আর ৫ হাজারেরও বেশি ব্যক্তির প্রত্যাবাসন প্রক্রিয়া চলমান।
সৌদি আইনে অবৈধভাবে সীমান্ত অতিক্রমে সহায়তা করলে ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবৈধ অবস্থান ও সীমান্ত লঙ্ঘন রোধে বারবার সতর্কতা জারি করে আসছে।
মন্তব্য করুন
