সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দেশে ভোটার বেড়ে দাঁড়াল ১২ কোটি ৭৬ লাখ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৭:০৪ পিএম
দেশে ভোটার বেড়ে দাঁড়াল ১২ কোটি ৭৬ লাখ
expand
দেশে ভোটার বেড়ে দাঁড়াল ১২ কোটি ৭৬ লাখ

তৃতীয় ধাপের হালনাগাদ শেষে দেশের মোট ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জনে।

রোববার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, হালনাগাদ কার্যক্রম শেষে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশে পুরুষ, নারী ও তৃতীয় লিঙ্গ মিলিয়ে নতুন ভোটার সংযোজনের ফলে এই সংখ্যা আগের বছরের তুলনায় আরও বেড়েছে। শিগগিরই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলেও জানান ইসি সচিব।

তিনি বলেন, দেশে এখন ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন আর নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭২ জন। হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩০ জন।

ইসি সচিব বলেন, দাবি-আপত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। গত ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নতুন যুক্ত হয়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন।

তিনি আরও বলেন, এ ভোটার তালিকা দিয়ে সংসদ নির্বাচন করা হবে। দাবি-আপত্তি শুধু এ নতুনদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বাকিদের তো আগে আছে।

উল্লেখ্য, চলতি মাসের ১৮ তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন