শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জোনায়েদ সাকির নেতৃত্বে অনুপ্রাণিত মির্জা ফখরুল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৮:৫২ পিএম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জোনায়েদ সাকি
expand
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির প্রতি ব্যক্তিগত মুগ্ধতা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাকির উদ্দেশে তিনি বলেছেন, ‘জোনায়েদ সাকির সঙ্গে প্রথম দেখাতেই তাঁর প্রেমে পড়ে যাই। তাঁর দৃঢ়তা দেখে বুঝেছিলাম, তিনি আসলেই পরিবর্তন করতে চান।’

তাঁর ভাষায়, “সাকির সঙ্গে প্রথম সাক্ষাতেই তাঁর নেতৃত্বগুণ ও পরিবর্তনের আকাঙ্ক্ষা আমাকে মুগ্ধ করেছিল।”

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণসংহতি আন্দোলনের সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “এই সংকট থেকে উত্তরণের দায়িত্ব সরকারেরই। রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র ও বিভাজন মোকাবিলা করতে হবে। আমাদের মনে রাখতে হবে—সবচেয়ে আগে বাংলাদেশ।”

তিনি আরও বলেন, “অতীতে আমরা আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। তবে বর্তমান পরিস্থিতি যেভাবে তৈরি হয়েছে, তার সমাধান সরকারকেই দিতে হবে।

যা হয়ে গেছে, তা পেছনে ফেলে এখন সমাধানের পথে এগিয়ে যেতে হবে। জনগণের কাছে ফিরে যাওয়ার সুযোগ তৈরি করুন।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন