

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁদপুর শহরের একটি ব্যাংকের বাথরুম থেকে মঙ্গল হরিজন নামে এক পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে চিত্রলেখা মোড়ে অবস্থিত সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের চারতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধারণা করা হচ্ছে পরিচ্ছন্নতার কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা যান। মঙ্গল হরিজন শহরের বাসস্ট্যান্ড এলাকার স্বর্ণখোলা সুইপার কলোনিতে পরিবারের সঙ্গে বসবাস করতেন।
পুলিশ ও পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, ব্যাংকের দিনের কাজ শেষ হওয়ার পরও মঙ্গল বাসায় না ফেরায় তাঁর ছেলে সন্ধ্যায় ব্যাংকে খোঁজ নিতে যান। তখন দায়িত্বরত প্রহরী জানান, মঙ্গল সম্ভবত বাড়ি চলে গেছেন। কিন্তু ছেলের বারবার খোঁজখবর নেওয়ার পর দারোয়ান ভেতরে গিয়ে বাথরুমে মঙ্গলকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানান, প্রাথমিকভাবে এটি একটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে একটি অপমৃত্যুর মামলা করা হবে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    