

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
চূড়ান্ত তালিকায় মোট ১৯১ জন কাউন্সিলরের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রাথমিক তালিকায় না থাকলেও ঢাকার ১৫টি ক্লাবের কাউন্সিলর শেষ পর্যন্ত জায়গা পেয়েছেন। এর মধ্যে ভাইকিংস একাডেমি থেকে কাউন্সিলর হয়েছেন ইফতেখার রহমান মিঠু।
যেসব ক্লাব চূড়ান্ত তালিকায় ফিরেছে সেগুলো হলো—এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমি, মোহাম্মদ ক্রিকেট ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমি, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, ভাইকিংস ক্রিকেট একাডেমি, বনানী ক্রিকেট ক্লাব, নাখালপাড়া ক্রিকেটার্স, মহাখালী ক্রিকেট একাডেমি, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, প্যাসিফিক ক্রিকেট ক্লাব, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব এবং আলফা স্পোর্টিং ক্লাব।
এ ছাড়া নওগাঁ বিভাগ থেকেও নতুন করে কাউন্সিলরশিপ দেওয়া হয়েছে। সেখান থেকে কাউন্সিলর হয়েছেন মোহাম্মদ রুবায়েদ হক। বগুড়া থেকে মোঃ রাকিবুল ইসলাম, পাবনা থেকে মোঃ তওহীদ তারিক খান, সিরাজগঞ্জ থেকে মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং সিলেট থেকে সৈয়দ ফজলে এলাহী কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন। তবে নরসিংদী জেলা থেকে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    