

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের প্রতি অন্যায্য আচরণ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, অতীতে ভারত ও পাকিস্তান যেসব সুবিধা পেয়েছে, বাংলাদেশও সেই একই সুবিধার দাবিদার।
(পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি
আইসিসির সিদ্ধান্তে বাংলাদেশ যদি বিশ্বকাপ থেকে বাদ পড়ে, সে ক্ষেত্রে পাকিস্তান দল টুর্নামেন্টে অংশ নেবে কি না—এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে বলেও ইঙ্গিত দেন নাকভি। শনিবার লাহোরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এই প্রসঙ্গে প্রথমবারের মতো প্রকাশ্যে নিজের অবস্থান স্পষ্ট করে পিসিবি চেয়ারম্যান বলেন, বাংলাদেশকে নিয়ে আইসিসি দ্বৈত নীতি অনুসরণ করছে। বিষয়টি তিনি আইসিসি বোর্ড সভাতেও তুলে ধরেছেন বলে জানান। তার ভাষায়, একটি দেশ যখন ইচ্ছামতো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পায়, তখন অন্য দেশের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত অবস্থান নেওয়া গ্রহণযোগ্য নয়।
এদিকে আইসিসির প্রধান নির্বাহী সাঞ্জোগ গুপ্তা বোর্ড সদস্যদের কাছে পাঠানো এক চিঠিতে বাংলাদেশের বিশ্বকাপে অংশ না নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ওই চিঠিতে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দাবি আইসিসির নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিসিবি বোর্ডের সিদ্ধান্তে সম্মতি না দেওয়ায়, বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দলকে আমন্ত্রণ জানানো ছাড়া আইসিসির সামনে আর কোনো পথ খোলা নেই।
এর আগে গত বুধবার আইসিসির বৈঠক শেষে বাংলাদেশকে ভারতে বিশ্বকাপ খেলতে রাজি হওয়ার জন্য ২৪ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়। পরদিন ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে তিনি জানান, আগের সিদ্ধান্তেই অনড় থাকবে বাংলাদেশ।
বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড ‘সি’ গ্রুপে অন্তর্ভুক্ত হচ্ছে। ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে স্কটিশ দল। এরপর তারা একই ভেন্যুতে ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের মুখোমুখি হবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে খেলবে স্কটল্যান্ড।
মন্তব্য করুন

