

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা নামছে আজ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। শিরোপা নির্ধারণী এই ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে, যার প্রমাণ ফাইনালের টিকিট নিয়ে আগে থেকেই বাড়তি উন্মাদনা।
ফাইনাল শুরুর দুই ঘণ্টা আগে স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে এবারের বিপিএল ট্রফি। প্রায় ২৫ লাখ টাকা মূল্যের এই ট্রফিটি টুর্নামেন্ট চলাকালীন সময়েই দুবাই থেকে আনা হয়েছে। তবে ফাইনালের উত্তাপের মাঝেও দেশের ক্রিকেট অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ভিন্ন এক বিষয় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলা। বৃহস্পতিবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার পর সেটি বড় আলোড়ন তোলে।
এর মধ্যেই মাঠের লড়াইয়ে ফিরলে দেখা যাবে, নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স এবং শেখ মেহেদী হাসানের চট্টগ্রাম রয়্যালস শিরোপা জয়ের জন্য শেষবারের মতো নামছে।
চট্টগ্রামের জন্য এবারের ফাইনাল যাত্রাটা ছিল রীতিমতো নাটকীয়। টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে মালিকপক্ষ সরে দাঁড়ানোয় দলটি পড়ে যায় অনিশ্চয়তায়। পরে বিসিবি দায়িত্ব নেওয়ার পর টিম ডিরেক্টর হাবিবুল বাশার, ম্যানেজার নাফিস ইকবাল ও কোচ মিজানুর রহমানের তত্ত্বাবধানে ঘুরে দাঁড়ায় দলটি। যে চট্টগ্রামকে শুরুতে কেউ শিরোপার দাবিদার ভাবেনি, তারাই সবার আগে নিশ্চিত করে ফাইনালের টিকিট।
ফাইনালের আগে আত্মবিশ্বাসী চট্টগ্রাম অধিনায়ক শেখ মেহেদী হাসান। তার মতে, ফাইনালে উঠলে শিরোপার স্বপ্ন দেখাটাই স্বাভাবিক। তবে ম্যাচের দিনে তিন বিভাগেই যারা সেরা পারফরম্যান্স দেবে, জয় তাদের হাতেই যাবে।
অন্যদিকে রাজশাহী ওয়ারিয়র্সও পিছিয়ে নেই মানসিকতায়। লিগ পর্বে দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয় ছিল সমান—একটি করে ম্যাচ জিতেছে উভয় দল। যদিও কোয়ালিফায়ারে জয় তুলে নিয়ে ফাইনালে আগে পৌঁছায় চট্টগ্রাম। তবু ফাইনালকে আলাদা ম্যাচ হিসেবেই দেখছেন সবাই।
রাজশাহীর কোচ হান্নান সরকার বিশ্বাস করেন, দলগত পারফরম্যান্সই তাদের শক্তি। তার ভাষায়, মিরপুরে টসই সবকিছু নয় টস হারিয়েও ম্যাচ জেতা সম্ভব, সেটা তারা আগেই প্রমাণ করেছে। শেষ ধাপে এক হয়ে খেলতে পারলে শিরোপা জয় অসম্ভব নয় বলেই মনে করেন তিনি।
সব মিলিয়ে আজকের ফাইনাল ঘিরে উত্তেজনা চরমে। মাঠে কারা শেষ হাসি হাসবে, সেটার উত্তর মিলবে ম্যাচ শেষে।
মন্তব্য করুন

