

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আইপিএলের আসন্ন মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানের। তবে টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাকে দল থেকে বাদ দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি।
আইপিএলে সুযোগ না পাওয়ায় এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাচ্ছেন ‘কাটার মাস্টার’ খ্যাত এই বাঁহাতি পেসার। পিএসএলের অফিসিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজকে স্বাগত জানিয়ে একটি পোস্ট প্রকাশ করা হয়েছে।
সেই পোস্টে মজার ছলে বলা হয়েছে, ব্যাটসম্যানদের জন্য সতর্কবার্তা—নতুন মিশনে নামছেন মোস্তাফিজ। পিএসএলের ১১তম আসরে তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এদিকে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডও ভারতে বড় কোনো টুর্নামেন্টে দল পাঠানো নিয়ে অনাগ্রহ প্রকাশ করেছে। ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও সতর্কতা জানানো হয়।
এই প্রেক্ষাপটে বাংলাদেশে আইপিএলের সব ধরনের সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানা গেছে।
মন্তব্য করুন

