

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারী ফুটবল লিগে শক্তিশালী দলগুলোর একটি ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে গড়া এই দলে আছেন জাতীয় নারী দলের একাধিক পরিচিত মুখ—মারিয়া মান্দা, তহুরা খাতুন, মনিকা চাকমা ও দুই শামসুন্নাহার। তবে রক্ষণভাগে অভিজ্ঞ খেলোয়াড়ের ঘাটতি ছিল, যা পূরণ করতে নেপাল থেকে দুই ডিফেন্ডারকে দলে টেনেছে ক্লাবটি।
নেপালের এই দুই ফুটবলার হলেন পূজা রানা মাগার ও শামিক্ষা ঘিমিরে। বৃহস্পতিবার ঢাকা রেঞ্জার্সের বিপক্ষে ফরাশগঞ্জের ১০-০ গোলের বড় জয়ে রক্ষণ সামলানোর দায়িত্বেও ছিলেন তারা। বিশেষ করে পূজা রানার পারফরম্যান্স নজর কাড়ে।
ম্যাচ শেষে পূজা রানা বলেন, দলের সবার সম্মিলিত প্রচেষ্টার ফলেই এত বড় জয় সম্ভব হয়েছে। তাঁর কথায়, সতীর্থদের সহযোগিতা ছিল দারুণ, আর খেলাটাও তিনি বেশ উপভোগ করেছেন।
বাংলাদেশে খেলার অভিজ্ঞতা পূজার নতুন নয়। এর আগে নেপাল জাতীয় নারী দলের হয়ে তিনি ঢাকায় ম্যাচ খেলেছেন। এখানকার আবহাওয়া ও পরিবেশ তার কাছে পরিচিত। ফরাশগঞ্জ ক্লাবের আতিথেয়তা ও দর্শকদের উৎসাহ তাকে মুগ্ধ করেছে বলেও জানান তিনি।
বাংলাদেশ নারী ফুটবল লিগে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করে পূজা বলেন, ফরাশগঞ্জের জার্সি গায়ে খেলতে পারাটা তার জন্য গর্বের। দল ও টিম ম্যানেজমেন্টের সহযোগিতায় তারা কোনো সমস্যায় পড়ছেন না বলেও উল্লেখ করেন তিনি।
দলটির সামর্থ্য নিয়ে আশাবাদী এই নেপালি ডিফেন্ডার বলেন, ফরাশগঞ্জের স্কোয়াড বেশ শক্তিশালী এবং সামনে কী হয়, সেটাই এখন দেখার বিষয়।
মন্তব্য করুন

