

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আগের ম্যাচে রাজশাহীর বিপক্ষে হারের পর নোয়াখালীর বিরুদ্ধে জয়ের ধারায় ফিরেছিল সিলেট টাইটান্স। নিজেদের তৃতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হয়ে আগে ব্যাট করে সম্মানজনক সংগ্রহ গড়ে তারা। নির্ধারিত ২০ ওভারে সিলেট তোলে ১৭৩ রান, ফলে ঢাকার সামনে দাঁড়ায় ১৭৪ রানের লক্ষ্য।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা। তবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে সিলেট। রনি তালুকদার ৭ বল খেলে ১১ রান করে দ্রুত ফিরে যান। কিছুটা লড়াই চালিয়ে গেলেও অধিনায়ক মিরাজ ৬ রান করে ক্যাচ তুলে দেন।
এরপর দায়িত্ব নেওয়ার চেষ্টা করেন সাইম আইয়ুব, কিন্তু তিনিও ইনিংস বড় করতে ব্যর্থ হন। ৩৪ বলে ২৯ রান করে সাজঘরে ফেরেন তিনি। মাঝের ওভারে দলের রানের গতি বাড়ান পারভেজ ইমন। ফিফটির খুব কাছে গিয়ে ৩২ বলে ৪৪ রান করে আউট হন এই তরুণ ব্যাটার। আফিফ হোসেন ১১ বলে ১৩ রান করে তাকে সঙ্গ দেন।
শেষদিকে ইথান ব্রুকস ও আজমতুল্লাহ ওমারজাই মিলে ইনিংসে গতি আনেন। তাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১৯তম ওভারেই দেড়শ পার করে সিলেট। শেষ পর্যন্ত ব্রুকস ৬ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন এবং ওমারজাই মাত্র ২৪ বলে ঝড়ো অর্ধশতক তুলে নেন। তার এই ইনিংসেই সিলেট পায় চ্যালেঞ্জিং পুঁজি।
ঢাকা ক্যাপিটালসের পক্ষে বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন সালমান মির্জা, যিনি দুটি উইকেট নেন। এ ছাড়া নাসির হোসেন, সাইফ হাসান, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন একটি করে উইকেট শিকার করেন।
মন্তব্য করুন

