বৃহস্পতিবার
০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের সঙ্গে গোপন বৈঠকের খবর বিভ্রান্তিকর: নিন্দা জামায়াত আমিরের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১০:২৮ এএম
ডা. শফিকুর রহামন
expand
ডা. শফিকুর রহামন

ভারতের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো গোপন বৈঠক হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন দলের আমীর। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহামন এ কথা বলেন।

তিনি বলেন, গতকাল দেওয়া ওই সাক্ষাৎকারে রয়টার্সের এক সাংবাদিক জানতে চান, প্রতিবেশী দেশ ভারত হিসেবে তাদের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো যোগাযোগ, আলোচনা বা বৈঠক হয়েছে কি না।

জবাবে তিনি বলেন, গত বছরের মাঝামাঝি সময়ে অসুস্থ হয়ে চিকিৎসা শেষে বাসায় ফেরার পর দেশ-বিদেশের অনেক ব্যক্তি ও কূটনীতিক তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।

তিনি জানান, অন্যান্য দেশের কূটনৈতিকদের পাশাপাশি সে সময় ভারতের দুজন কূটনীতিকও তাঁকে দেখতে বাসায় এসেছিলেন। অন্য সবার মতো তাঁদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ ও কথা হয়েছে।

জামায়াত আমীর বলেন, যেসব কূটনীতিক তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন, সে বিষয়গুলো গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। ভারতের কূটনীতিকদের ক্ষেত্রেও তা প্রকাশ করতে চাওয়া হলে তাঁরা সে সময় বিষয়টি প্রকাশ না করার অনুরোধ জানান। এ প্রসঙ্গে তিনি জানান, পরবর্তীতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট কোনো বৈঠক হলে তা অবশ্যই প্রকাশ্যে আনা হবে এবং এতে গোপনীয়তার কিছু নেই।

তিনি আরও বলেন, এ ধরনের স্বাভাবিক সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে দেশের কিছু গণমাধ্যমে ভারতের সঙ্গে জামায়াত আমীরের গোপন বৈঠকের খবর প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানিয়ে তিনি ভবিষ্যতে প্রকৃত তথ্য যাচাই না করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X