শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় অস্ত্র ও গুলিসহ আটক ৪

পাবনা প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০১:৪১ পিএম
বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গুলিসহ চারজনকে আটক
expand
বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গুলিসহ চারজনকে আটক

পাবনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একাধিক শ্বাসরুদ্ধকর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গুলিসহ চারজনকে আটক করা হয়েছে।

পাবনা জেলা পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মশিউর রহমান মণ্ডল (অর্থ ও প্রশাসন) ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজিনুর রহমান (ক্রাইম অ্যান্ড অপস)-এর তত্ত্বাবধানে এসব অভিযান পরিচালিত হয়।

ডিবি পুলিশের একটি দল ওসি মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে গত ৩১ ডিসেম্বর পাবনার মনসুরাবাদ এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি রিভলবার ও চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। এ অভিযানে কয়েকজনকে আটক করা হয়।

এছাড়া অপর একটি অভিযানে দক্ষিণ রাঘবপুর এলাকার শায়েস্থা খান রোডে একটি ফ্ল্যাট বাসা থেকে ৫৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গুলির মধ্যে ৪২টি তাজা এবং ১১টি ফায়ার্ড কার্তুজ রয়েছে।

পরে পূর্ব শালগাড়িয়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে তিন রাউন্ড তাজা গুলিসহ দুইজনকে আটক করা হয়। এসব অভিযানে সর্বমোট চারজনকে আটক করা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে পাবনা সদর থানায় মামলা রুজু করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির উৎস এবং চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X