শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত বেশি আসন পেলে প্রধানমন্ত্রী কি আপনি- জবাবে যা বললেন আমির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০১:৩১ পিএম আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০১:৩৫ পিএম
ডা. শফিকুর রহমান
expand
ডা. শফিকুর রহমান

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যের সরকার গঠনের লক্ষ্যে কাজ করছে জামায়াতে ইসলামী।

ইতোমধ্যে ১০টি দলের সঙ্গে আসন সমঝোতাও করেছে দলটি, যা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ অবস্থায় জামায়াত নেতৃত্বাধীন শরিক দলগুলো বিজয়ী হয়ে সরকার গঠন করলে কে প্রধানমন্ত্রী হবেন, এমন প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গনের সর্বত্র।

তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী হবেন সেই দলের নেতা, যারা সবচেয়ে বেশি আসন পাবে।

তবে যদি জামায়াত সবচেয়ে বেশি আসন পায়, তাহলে তিনি নিজে প্রধানমন্ত্রী প্রার্থী হবেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সে সিদ্ধান্ত দল নেবে।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জামায়াত আমির বলেছেন, নির্বাচনের পর জামায়াত জাতীয় ঐক্যের সরকার গঠন করবে এবং এ বিষয়ে একাধিক দলের সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি বলেন, আমরা অন্তত পাঁচ বছরের জন্য একটি স্থিতিশীল রাষ্ট্র দেখতে চাই। যদি দলগুলো একত্রিত হয়, তাহলে আমরা একসঙ্গে সরকার পরিচালনা করব। যেকোনো জাতীয় ঐক্য সরকারের ক্ষেত্রে দুর্নীতিবিরোধী অবস্থান হতে হবে একটি যৌথ এজেন্ডা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X