শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ৫ সীমান্তে বিজিবির বিশেষ অভিযান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০১:৫৭ পিএম
বিজিবির বিশেষ অভিযান
expand
বিজিবির বিশেষ অভিযান

চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার পাঁচটি সীমান্তে বিশেষ অভিযান চালিয়েছে বিজিবি সদস্যরা। এ সময় ভারত থেকে পাচার করে আনা ১০টি গরু-মহিষ জব্দ করা হয়েছে। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিজিবির ৫৩ ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান চালায়।

রাতে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি অধিনায়ক বলেন, বিশেষ টহলদল ৫টি সীমান্তে আলাদা ৫টি অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় ৮টি গরু ও ২টি মহিষ জব্দ করা হয়। সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের সাদ্দামের চর, শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দশরশিয়া ও সাতরশিয়া, মনাকষা ইউনিয়নের সাহাপাড়া ও বোগলাউড়ি এলাকায় অভিযান চালিয়ে গরু-মহিষগুলো জব্দ করে।

জব্দকৃত ভারতীয় গরু ও মহিষের আনুমানিক মূল্য ১৮ লক্ষ টাকা। সেগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। কাজী মুস্তাফিজুর রহমান আরও বলেন, সীমান্ত সুরক্ষাসহ যেকোনো অবৈধ তৎপরতারোধে বিজিবি সজাগ রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X