বৃহস্পতিবার
০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়: তারেক রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১০:১৩ এএম আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ১০:১৪ এএম
বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান সন্তান তারেক রহমান
expand
বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান সন্তান তারেক রহমান

গভীর শোক ও কৃতজ্ঞতার সঙ্গে প্রিয় মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়। তবে এই কঠিন সময়ে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি তাঁকে একাকিত্বে ভুগতে দেয়নি।

তারেক রহমান বলেন, অগণিত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, পরিবার-পরিজন ও দেশবাসীর ভালোবাসা ও শ্রদ্ধায় তিনি গভীরভাবে আবেগাপ্লুত।

লক্ষাধিক মানুষের সম্মিলিত উপস্থিতি ও ভালোবাসা আবারও মনে করিয়ে দিয়েছে-বেগম খালেদা জিয়া শুধু একজন মায়ের পরিচয়ে সীমাবদ্ধ ছিলেন না; অনেক দিক থেকে তিনি ছিলেন সমগ্র জাতির মা।

তিনি আরও জানান, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি, বৈশ্বিক কূটনীতিক এবং উন্নয়ন সহযোগীরা সশরীরে উপস্থিত থেকে শ্রদ্ধা জানানোয় তিনি গভীরভাবে কৃতজ্ঞ। একই সঙ্গে যেসব দেশ সমবেদনা প্রকাশ করেছে, তাদের প্রতিও আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

শোকের এই মুহূর্তে তারেক রহমান তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভাই আরাফাত রহমান কোকোকে স্মরণ করেন। তিনি বলেন, আজ এত মানুষের ভালোবাসায় মনে হচ্ছে, নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই তাঁর পরিবার হয়ে উঠেছে।

মায়ের কর্মজীবনের কথা স্মরণ করে তিনি বলেন, বেগম খালেদা জিয়া সারাজীবন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তাঁর সেই দায়িত্ব ও উত্তরাধিকার তিনি গভীরভাবে অনুভব করছেন। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন, যেখানে তাঁর মায়ের পথচলা থেমেছে, সেখান থেকেই তিনি সেই যাত্রাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন।

শেষে তিনি বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করেন এবং বলেন, তাঁর রেখে যাওয়া ভালোবাসা, ত্যাগ ও উদারতার উদাহরণ থেকেই জাতি শক্তি, ঐক্য ও দেশপ্রেমের প্রেরণা খুঁজে পাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X