রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানকে হারাল বাংলাদেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৪০ পিএম
পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। ছবি : সংগৃহীত
expand
পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। ছবি : সংগৃহীত

দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স উপহার দিয়ে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে তিন উইকেটে হারিয়েছে বাংলাদেশ মেয়েদের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। শুক্রবার (৫ ডিসেম্বর) প্রথমে ব্যাট করে পাকিস্তান মাত্র ৮০ রানে থেমে যায়। লক্ষ্য তাড়া করতে নেমে এক ওভার হাতে রেখেই ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান শুরু থেকেই বিপাকে পড়ে। দলীয় ৭ রানে প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে আসে ৩১ রানের ছোট জুটি, যেটি ভাঙেন জারিন তাসনিম লাবণ্য। এরপর আবারও ২৮ রানের অংশীদারিত্ব গড়ে পাকিস্তান, কিন্তু সেটিও ভেঙে দেন হাবিবা ইসলাম পিংকি।

দলটির পক্ষে ইনিংস সর্বোচ্চ ২৮ রান আসে কোমাল খানের ব্যাট থেকে। জুফিশান আয়াজ করেন ১৭ এবং রাভাইল ফারহান যোগ করেন ১৫ রান। বাংলাদেশের হয়ে একাই চার উইকেট শিকার করেন হাবিবা।

লক্ষ্য সহজ হলেও শুরু ভালো হয়নি বাংলাদেশের মেয়েদের। ৪ রানেই তারা প্রথম উইকেট হারায়। এরপর ২৭ রানের জুটি গড়লেও ৩৬ রানে চার উইকেট পড়ায় চাপে পড়ে যায় দল।

এমন পরিস্থিতিতে একপ্রান্ত ধরে রেখে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন সুবর্ণা। ৩৮ বলে ৩২ রান করে তিনি দলকে এগিয়ে নেন। শেষ দিকে সাদিয়া আক্তার পরপর দুই বলে দুটি বাউন্ডারি হাঁকিয়ে দলের জয়ের কাজ সহজ করে দেন।

এই জয়ে দুই ম্যাচ সিরিজে ১-১ সমতা ফিরে এসেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X