মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা নেই বিপিএল কাঁপাবে নোয়াখালী এক্সপ্রেস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ১২:৫৫ পিএম আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম
গ্রাফিক্স : এনপিবি
expand
গ্রাফিক্স : এনপিবি

এবারের বিপিএলে নতুন একটি দল যুক্ত হয়েছে। তিন দফা স্থগিত হওয়ার পর ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের বিপিএল নিলাম।

এবার প্লেয়ার্স ড্রাফটের পরিবর্তে প্রথমবারের মতো আয়োজন করা হবে ‘অ্যাকশন’। ঠিক এই মুহূর্তে নতুন ফ্র্যাঞ্চাইজি ‘নোয়াখালী এক্সপ্রেস’ লিগে যোগ দিয়েছে। জানা যায় এবার চট্টগ্রাম ও কুমিল্লা না থাকায় এই বিভাগের পক্ষে বিপিএল কাঁপাবে নোয়াখালী এক্সপ্রেস।

দেশ ট্রাভেলসের মালিকানাধীন এই দলটি বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে বিপিএলে অন্তর্ভুক্ত হয়।

দলটির এক কর্মকর্তা জানান, "বিসিবি ইমেইলের মাধ্যমে রাতেই দলটি নিশ্চিত করেছে। বাকি আনুষ্ঠানিকতা আজ চূড়ান্ত হবে।"

এবারের আসরে ৬টি দল অংশগ্রহণ করবে। আসন্ন ম্যাচ শুরু হবে ২৬ ডিসেম্বরের সম্ভাব্য তারিখে, আর ফাইনাল হতে পারে ২৪ জানুয়ারি।

প্রসঙ্গত, রংপুর রাইডার্সের মালিকানা এসেছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস, চট্টগ্রাম রয়্যালসের মালিকানা দেওয়া হয়েছে ট্রায়াঙ্গল সার্ভিসকে, রাজশাহী ফ্র্যাঞ্চাইজি নাবিল গ্রুপের, সিলেট ক্রিকেট উইথ সামি, এবং ঢাকা ফ্র্যাঞ্চাইজি চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) পরিচালনা করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন