

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কাতারের দোহায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে এক অবিশ্বাস্য উত্তেজনার রাতে ব্রাজিলকে পরাজিত করে ইতিহাস গড়ে ফাইনালে জায়গা করে নিয়েছে পর্তুগাল।
সোমবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ের গোলশূন্য লড়াইয়ের পর টাইব্রেকারে ৬-৫ ব্যবধানে জয় তুলে নেয় ইউরোপের এই শক্তিশালী ফুটবল জাতি।
পুরো ম্যাচেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। শুরু থেকেই ব্রাজিল তাদের স্বাভাবিক দ্রুতগতি ও দারুণ ব্যক্তিগত স্কিল দিয়ে পর্তুগালের রক্ষণে চাপ সৃষ্টি করতে থাকে।
তবে প্রতিবারই পর্তুগিজ গোলরক্ষকের অসাধারণ সেভ ব্রাজিলকে দমিয়ে রাখে। অপরদিকে পর্তুগালের তরুণরা মাঝমাঠে দাপট দেখিয়ে বেশ কয়েকটি আক্রমণ সাজালেও ব্রাজিলের শক্তিশালী রক্ষণভাগ তাদের গোলের মুখ দেখাতে দেয়নি।
প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়, দ্বিতীয়ার্ধেও গল্প একই। গোলের সামনে এসে দু’দলই ব্যর্থ। যেহেতু অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপের নকআউট ম্যাচে অতিরিক্ত সময় নেই, তাই ৯০ মিনিট শেষে ম্যাচ সরাসরি টাইব্রেকারে গড়ায়।
টাইব্রেকারের প্রথম পাঁচ শটে দুই দলই ছিল শতভাগ সফল-৫-৫। এরপর নাটকীয় সাডেন ডেথে গড়ায় ম্যাচের ভাগ্য। পর্তুগালের হোসে নেতো আত্মবিশ্বাসী শটে দলকে এগিয়ে নিলে চাপ পড়ে ব্রাজিলের আঞ্জেলোর ওপর। কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে তার শটটি ক্রসবার ছুঁয়ে ওপরে উঠে যায়। আর সেই সঙ্গেই পর্তুগালের উদযাপন শুরু হয়।
৬-৫ ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে উঠল পর্তুগাল। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে অস্ট্রিয়া। প্রথম সেমিফাইনালে অস্ট্রিয়া ২–০ গোলে ইতালিকে হারিয়ে শিরোপা লড়াই নিশ্চিত করেছে।
ফাইনাল অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (২৭ নভেম্বর)। একই দিনে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও ইতালি।
মন্তব্য করুন
