

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শুরুতেই লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হলেও বাকি ৮০ মিনিট লড়াই চালিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে শেষ ষোলোতে উঠেছে ব্রাজিল।
গোলশূন্য ড্রয়ের পর ১৪ শটের টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে প্যারাগুয়েকে হারিয়ে ব্রাজিলের জয় নিশ্চিত হয়। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ ফ্রান্স।
রাউন্ড অব ৩২-এ, অল কনমেবল লড়াইয়ে দশম মিনিটে বড় ধাক্কা খায় ব্রাজিল। ভিতোর হুগো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। প্রথমার্ধে ব্রাজিল দাপট দেখালেও গোলের সুযোগ তৈরি করার চেষ্টা চালিয়ে যায়।
বিরতির পর প্যারাগুয়ে কিছুটা ঘুরে দাঁড়ায় এবং আক্রমণ বাড়ায়, তবে ক্রসবারে লেগে বল ফিরিয়ে যাওয়ায় গোল হয়নি। দুই দলের নির্ধারিত ৯০ মিনিট শেষে স্কোর থাকে ০-০। এরপর শুরু হয় টাইব্রেকার।
পাঁচ শটে ৪-৪ সমতার পর সাডেন ডেথে নায়ক হয়ে ওঠেন ব্রাজিলের গোলরক্ষক জোয়াও পেদ্রো। প্রতিপক্ষের দুটি শট আটকিয়ে বিজয় নিশ্চিত করেন তিনি। শেষ শটে লুইস পাচেকো দলের জেতা নিশ্চিত করেন এবং সেলেসাওরা উল্লসিত হয়।
অন্য ম্যাচগুলোতে দেখা যায় কানাডা হারে রিপাবলিক অব আয়ারল্যান্ডের কাছে, আর্জেন্টিনাকে হারায় মেক্সিকো, যুক্তরাষ্ট্রকে হারায় মরক্কো।
এছাড়া জাম্বিয়া হারে মালির কাছে, বেলজিয়ামকে হারায় পর্তুগাল, মিশরকে হারায় সুইজারল্যান্ড এবং কলম্বিয়াকে হারিয়ে ফ্রান্স শেষ ষোলোর টিকেট অর্জন করে।
মন্তব্য করুন
