

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, তাদের ভ্রাতৃত্ব, মমতা ও বন্ধন একমাত্র আল্লাহর সন্তুষ্টির ওপর প্রতিষ্ঠিত।
রোববার (২৩ নভেম্বর) তিনি ফেসবুকে নিজের কয়েকটি ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেন।
সেখানে তিনি সাম্প্রতিক দিনগুলোতে ঘটে যাওয়া কিছু স্মৃতি তুলে ধরেন।
তিনি জানান, রাজশাহী কলেজে নবীনবরণ অনুষ্ঠানে তিনি মঞ্চে বসেছিলেন। ওই সময় কয়েকজন নতুন শিক্ষার্থী তাকে দিয়ে নোটবুকে কিছু লেখাতে আসে।
তিনি অধিকাংশকে দোয়া লিখে দেন ‘আল্লাহ তোমাকে দুনিয়া–আখিরাতে সম্মান দান করুন।’
নোটবুক ফেরত দেওয়ার সময় তিনি তাদেরও নিজের জন্য দোয়ার অনুরোধ করেন। ঠিক তখনই এক শিক্ষার্থী তাকে জড়িয়ে ধরার অনুমতি চায় এবং হঠাৎই অনুরাগভরা আবেগে তাকে আলিঙ্গন করে।
ব্যস্ততার মধ্যে সেটির গভীরতা তিনি তখন বুঝতে পারেননি, পরে ছবিটি দেখে চোখ ভিজে আসে বলে উল্লেখ করেন তিনি।
আরেক অভিজ্ঞতায় তিনি বলেন, কয়েক দিন আগে ভোলায় সফরের সময় এক প্রবীণ ব্যক্তি তাকে দেখার জন্য প্রায় তিন মাইল হেঁটে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন—শুধু একটি হাত মেলানোর জন্য। এমন আন্তরিকতায় তিনি বিস্মিত হন।
তিনি আরও স্মরণ করেন, গত রমজানে সৌদি আরবে একটি অনুষ্ঠানে একজন ভাই তাকে জানান, তিনি ১৫ ঘণ্টা গাড়ি চালিয়ে শুধু শিবিরের একজন দায়িত্বশীলকে এক নজর দেখার জন্য এসেছেন।
জাহিদুল বলেন, প্রতিদিনই এমন অগণিত ভালোবাসা ও সম্মানের বহিঃপ্রকাশ ঘটে। বাসায় ফিরে এসব মনে করলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় মাথা নুয়ে আসে।
তার মতে, এসব সম্মান কোনো ব্যক্তির অর্জন নয়, এটি ছাত্রশিবিরের দীর্ঘদিনের সংগ্রাম, ত্যাগ ও নিবেদনের সম্মিলিত ফসল। বাহ্যিক সংগঠনগত কাঠামোর চেয়ে ভেতরের আত্মিক সম্পর্ক, ভ্রাতৃত্ব ও আত্মত্যাগের যে সংস্কৃতি রয়েছে, সেটিই মূল শক্তি।
সবশেষে তিনি লেখেন, তাদের এই ভালোবাসার বন্ধনে দুনিয়ার স্বার্থ জড়িত নেই; সবই ঈমানের দাবি পূরণ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। তিনি দোয়া করেন, এই পারস্পরিক স্নেহ ও সম্মান যেন জান্নাত পর্যন্ত অটুট থাকে।
মন্তব্য করুন
