রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভূমিকম্পে সন্তানকে ছেড়ে গেলেন বাবা, শিক্ষার্থীদের আগলে রাখলেন মাদ্রাসা শিক্ষক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সন্তানকে বাবার ছেড়ে যাওয়া এবং হেফজ শিক্ষার্থীদেরকে শিক্ষকের সুরক্ষা দেওয়ার চিত্র
expand
সন্তানকে বাবার ছেড়ে যাওয়া এবং হেফজ শিক্ষার্থীদেরকে শিক্ষকের সুরক্ষা দেওয়ার চিত্র

গত শুক্রবার (২১ নভেম্বর) ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কারণে পরিস্থিতি চরম আতঙ্কের সৃষ্টি করেছিল।

এ ঘটনার মধ্যে বিশেষভাবে নজরকাড়া একটি ঘটনা হলো রাজধানীর হেফজখানায় ছোট ছোট শিক্ষার্থীদের সুরক্ষায় এক শিক্ষকের সাহসী ভূমিকা।

বসুন্ধরা আবাসিক এলাকার রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদরাসার হেফজ শাখার সহকারী শিক্ষক হাফেজ মাওলানা শফিকুল ইসলাম ভূমিকম্পের সময় জীবনের ঝুঁকি নিয়ে শিশু শিক্ষার্থীদের নিরাপদে আনার চেষ্টা করেন।

মাদ্রাসার সিসিটিভি ফুটেজে দেখা যায়, রুমে বসে মোবাইলে কাজ করার সময় হঠাৎ কম্পন অনুভব করলে তিনি ছুটে গিয়ে বিছানায় থাকা দুই শিক্ষার্থীকে নিরাপদ স্থানে সরান।

পরে আরও দুই শিক্ষার্থী দৌড়ে আসে এবং শিক্ষক কোলবালিশ ব্যবহার করে তাদের মাথা সুরক্ষিত রাখার চেষ্টা করেন। ঝাকুনি কমলে তিনি শিক্ষার্থীদের সঙ্গে রুম থেকে বের হন।

শফিকুল ইসলাম বলেন, ‘হেফজ শাখায় যেহেতু শিশুরা শিক্ষকের কাছে থাকে, তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করা শিক্ষকের দায়িত্ব। এজন্য আমি যতটুকু পারি, শিশুদের পূর্ণ নিরাপত্তা দিতে চেষ্টা করেছি।’

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় সুপারশপে কেনাকাটার সময় ভূমিকম্প শুরু হলে একজন বাবা আতঙ্কে তার সন্তানকে রেখে পালিয়ে যাচ্ছেন।

নেটিজেনরা হেফজখানার শিক্ষকের সাহসী কাজের সঙ্গে এই ঘটনাটিকে তুলনা করে মন্তব্য করছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন