

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পাতায় এক স্ট্যাটাসে তিনি পরীক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানান।
তার বক্তব্যে উল্লেখ করা হয়, আগামী ২৭ নভেম্বর ২০২৫ থেকে লিখিত পরীক্ষা শুরু করার যে সিদ্ধান্ত পিএসসি নিয়েছে, তা পরীক্ষার্থীদের জন্য প্রস্তুতির ক্ষেত্রে বড় ধরনের চাপ তৈরি করছে।
আন্দোলনরত পরীক্ষার্থীরা বলছেন, আগের বিসিএসগুলোতে লিখিত পরীক্ষার জন্য ৩ থেকে ৬ মাস সময় পাওয়া গেলেও এবার মাত্র ৪০ দিন রাখায় তারা সঠিকভাবে প্রস্তুতি নিতে পারছেন না।
পরীক্ষার্থীদের দাবি—এত কম সময় দিলে নতুন প্রার্থীরা ও মেধাভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিতে চাওয়া সবাই ক্ষতিগ্রস্ত হবে।
জাহিদুল ইসলাম তার পোস্টে আরও লিখেছেন, পরীক্ষার্থীদের যৌক্তিক প্রস্তুতি নিশ্চিত করতে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি যথাযথভাবে সংশোধন করা প্রয়োজন।
ছাত্রশিবিরের পক্ষ থেকেও তিনি পিএসসির প্রতি সময়সূচি যৌক্তিকভাবে পুনর্নির্ধারণের অনুরোধ জানিয়েছেন।
মন্তব্য করুন
