মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসুতে আগুন লাগাতে এসেছি—বক্তব্যে মুগ্ধ মাসুদ কামাল

এনবিপি ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৮:২৩ পিএম আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫ এএম
মাসুদ কামাল
expand
মাসুদ কামাল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এবার বিপুল সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভিপি পদে ৪৮ জন এবং জিএস পদে ১৯ জন প্রার্থী হয়েছেন।

এর আগে এত বেশি প্রার্থী হওয়ার নজির নেই বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট মাসুদ কামাল।

শুক্রবার (২২ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “এত বেশি ছাত্র-ছাত্রী প্রার্থী হওয়ার বিষয়টি আমাকে স্পর্শ করেছে। দলীয় পরিচয়ের বাইরে বেশ অনেকে প্রার্থী হয়েছেন, যা খুবই ইতিবাচক দিক।

বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কে কথা বলবেন—এটা রাজনৈতিক দলগুলো কেন নির্ধারণ করে দেবে?”

তিনি আরও লিখেছেন, জিএস পদে আশিকুর রহমান নামে এক প্রার্থীর প্রচারণা তার কাছে ভিন্নরকম লেগেছে।

ফেসবুকে প্রচারাভিযানের একটি ছবির উল্লেখ করে তিনি বলেন, “আশিক বসে পায়ের উপর পা তুলে সিগারেট ধরাচ্ছেন।

পরে জেনেছি, তিনি ধূমপান করেন না, প্রযুক্তির কাজ এটা। তিনি তার নির্বাচনী ইশতেহারও প্রকাশ করেছেন। প্রথার বাইরে গিয়ে বলেছেন, ‘ডাকসুতে আগুন লাগাতে চলে আসলাম বন্ধুরা।’ পুরো বিষয়টার মধ্যেই নতুনত্ব আছে।”

তরুণদের উদ্দেশে মাসুদ কামাল লেখেন, “আমি চাই, আমাদের তরুণরা নতুন কিছু ভাবুক, নতুন কিছু করুক। তারা প্রচলিত রাজনীতির ভৃত্যে পরিণত না হোক।

অর্থ আর ক্ষমতার স্পর্শে দুর্নীতিতে নিমজ্জিত না হোক। সাম্প্রতিক উদাহরণগুলো আমাদেরকে খুবই হতাশ করেছে।”

তিনি আশিকুর রহমানসহ তরুণ প্রার্থীদের সাফল্য কামনা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X