সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করবেন: পিনাকী ভট্টাচার্য

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০১:১১ পিএম
পিনাকী ভট্টাচার্য
expand
পিনাকী ভট্টাচার্য

অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য জানিয়েছেন, জাতীয় নির্বাচনের দিনই গণভোটের নির্দেশনা আসতে পারে। এছাড়া আগামী ডিসেম্বর মাসে দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করবেন।

আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বলেন, “আমি আগেই বলেছিলাম, সরকার জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের সিদ্ধান্ত নিচ্ছে। আজ প্রফেসর ইউনূসের সংবাদ সম্মেলনে এ বিষয়ে নির্দেশনা আসতে পারে।”

পিনাকী আরও জানান, নির্বাচনের আগে ডিসেম্বর মাসে দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করবেন। তবে জামায়াত গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ইস্যু মানবে না। তিনি মনে করেন, শেষ পর্যন্ত প্রফেসর ইউনূসের সরকার এই সিদ্ধান্তে পুরোপুরি অটল থাকতে পারবে না।

তিনি বলেন, “এখনও অনেক জটিলতা রয়েছে। সেগুলো বিবেচনায় নিয়ে সবাই নির্বাচনের জন্য প্রস্তুত হন। এবার খেলা হবে সমানে সমান।”

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ছাত্রদের প্রতিনিধি হিসেবে আছেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম, আর নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল এনসিপি-এর আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন