

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের সামনে ভয়াবহ দুর্ঘটনায় এক তরুণের মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুরে মেট্রোরেলের একটি পিলার থেকে খুলে পড়া ধাতব অংশের আঘাতে ঘটনাটি ঘটে।
নিহতের নাম আবুল কালাম (৩৫)। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের জলিল চোকদারের ছেলে। বর্তমানে নারায়ণগঞ্জের জলকাঠি এলাকায় পরিবারসহ বসবাস করতেন।
দুর্ঘটনার আগের রাতে নিজের ফেসবুক আইডিতে আবুল কালাম লিখেছিলেন,
“ইচ্ছে তো অনেক... আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম।”
এই স্ট্যাটাসটি এখন তার মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় আলোচনায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মেট্রোরেলের উপরের অংশ থেকে হঠাৎ করেই একটি ভারী ধাতব যন্ত্রাংশ নিচে পড়ে যায়, যা সরাসরি কালামের মাথায় লাগে। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিলেও চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই।
জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবুল কালাম ঢাকায় একটি ট্রাভেল এজেন্সি পরিচালনা করতেন। তিনি নিয়মিত ব্যবসায়িক কারণে ফার্মগেট এলাকায় যাতায়াত করতেন।
পারিবারিক জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। তার ছেলে আব্দুল্লাহর বয়স ৫ বছর এবং মেয়ে সুরাইয়ার বয়স ৩।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, মৃত্যুর কিছু ঘণ্টা আগে তিনি ফোনে বলেছিলেন, “দু-এক দিনের মধ্যে বাড়ি ফিরব, ইলিশ মাছ কিনে রেখো।” কিন্তু সেই ফেরা আর হয়নি।
চাচাতো ভাই আব্দুল গণি বলেন, “ও খুব পরিশ্রমী ছিল। নিজের চেষ্টায় ব্যবসা গড়ে তুলেছিল। এমন মৃত্যু কেউই মেনে নিতে পারছি না।”
প্রাথমিক তদন্তে জানা গেছে, মেট্রোরেলের কাঠামোর ভারসাম্য রক্ষায় ব্যবহৃত ‘বিয়ারিং প্যাড’ নামের একটি ধাতব অংশ আলগা হয়ে পড়ে যায়, যা এই দুর্ঘটনার কারণ হতে পারে।
দুর্ঘটনার পর সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নিহতের পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া পরিবারের কোনো কর্মক্ষম সদস্য থাকলে তাকে মেট্রোরেলে চাকরির সুযোগ দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
মন্তব্য করুন
