

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে জেলার বিভিন্ন স্থানে ছাত্র-জনতা বিক্ষোভ করেছে। এ দাবির প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
শুক্রবার (৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, নোয়াখালীকে বিভাগ করার আন্দোলনের সঙ্গে তিনি একাত্ম। তিনি জানান, সামনের দিনে এ দাবিতে রাজপথে একসাথে থাকার প্রত্যাশা করছেন।
এর আগে বৃহস্পতিবার সোনাইমুড়ী ও চাটখিল উপজেলায় সকাল ও বিকেলে পৃথক অবরোধ কর্মসূচি পালিত হয়। সোনাইমুড়ী চৌরাস্তা এলাকায় আয়োজিত কর্মসূচির কারণে নোয়াখালী-কুমিল্লা ও চৌমুহনী-রামগঞ্জ সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে।
এ কর্মসূচির আয়োজন করে স্থানীয়ভাবে গঠিত ‘নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি’ ও ‘সংগ্রাম পরিষদ’। কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ছাত্র আন্দোলনের কর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিক সংগঠনের সদস্যরা অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নোয়াখালীকে কুমিল্লা বিভাগের অন্তর্ভুক্ত করার একটি পরিকল্পনা চলছে, যা স্থানীয় জনগণের মতামত ছাড়া চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
তাদের দাবি, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও কুমিল্লা—এই পাঁচ জেলা নিয়ে আলাদা “নোয়াখালী বিভাগ” গঠন করা হোক। অন্য কোনো জেলার নামে নতুন বিভাগ গঠনের প্রচেষ্টা হলে তার বিরুদ্ধে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।
মন্তব্য করুন

