

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভূমিকম্প এমন এক মুহূর্ত, যখন মানুষ নিজের অসহায়ত্ব গভীরভাবে অনুভব করে এবং আল্লাহর শরণাপন্ন হয়। বিপদ, আতঙ্ক ও অনিশ্চয়তার সময়ে আল্লাহর জিকির, দোয়া ও ইস্তিগফারই মুমিনের সবচেয়ে বড় অবলম্বন।
রাসুলুল্লাহ (সা.) শিক্ষা দিয়েছেন-কোনো বিপদ নেমে এলে আল্লাহর দিকে প্রত্যাবর্তনই হলো প্রকৃত নিরাপত্তা। তাই ভূমিকম্পের মতো জরুরি সময়ে পড়তে পারেন সংক্ষিপ্ত ও সহজ ৪টি দোয়া... أستغفرُ اللهَ العظيم
উচ্চারণ: ‘আসতাগফিরুল্লাহাল আজিম।’
অর্থ: ‘আমি মহান আল্লাহর নিকট ক্ষমা চাই।’
حَسْبُنَا اللهُ وَنِعْمَ الْوَكِيلُ
উচ্চারণ: হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল।
অর্থ: ‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক।’
اللَّهُمَّ لَا تُؤَاخِذْنَا بِذُنُوبِنَا، وَلَا تُهْلِكْنَا بِغَضَبِكَ
উচ্চারণ: আল্লাহুম্মা লা তুআখিজনা বিজুনুবিনা, ওয়া তুহলিকনা বিগাদাবিকা।’
অর্থ: ‘হে আল্লাহ! আমাদের গুনাহের কারণে আমাদের পাকড়াও করো না এবং তোমার গজবে আমাদের ধ্বংস করো না।’
يَا حَيُّ يَا قَيُّومُ، بِرَحْمَتِكَ نَسْتَغِيثُ
উচ্চারণ: ইয়া হাইয়্যু ইয়া ক্বাইয়্যুমু, বিরাহমাতিকা নাস্তাগীস।
অর্থ: ‘হে চিরঞ্জীব, হে পালনকর্তা! তোমার রহমতই আমাদের সাহায্য।’
ভূমিকম্প শুধুই একটি প্রাকৃতিক ঘটনা নয়-এটি আমাদের হৃদয়ে আল্লাহর ভয় জাগিয়ে তোলে, আল্লাহর মহিমার সামনে বিনয় শেখায়।
এ সময় দোয়া, ইস্তিগফার ও তওবাই মুমিনের ঢাল। যে আল্লাহ পৃথিবীকে কাঁপান, তিনিই আবার তা স্থির করেন। তাই বিপদের মুহূর্তে তাঁরই দিকে ফিরে যাওয়া আমাদের জন্য সর্বোত্তম কাজ।
মন্তব্য করুন