রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভূমিকম্প হলে যে দোয়া পড়বেন

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৭:৪১ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

ভূমিকম্প এমন এক মুহূর্ত, যখন মানুষ নিজের অসহায়ত্ব গভীরভাবে অনুভব করে এবং আল্লাহর শরণাপন্ন হয়। বিপদ, আতঙ্ক ও অনিশ্চয়তার সময়ে আল্লাহর জিকির, দোয়া ও ইস্তিগফারই মুমিনের সবচেয়ে বড় অবলম্বন।

রাসুলুল্লাহ (সা.) শিক্ষা দিয়েছেন-কোনো বিপদ নেমে এলে আল্লাহর দিকে প্রত্যাবর্তনই হলো প্রকৃত নিরাপত্তা। তাই ভূমিকম্পের মতো জরুরি সময়ে পড়তে পারেন সংক্ষিপ্ত ও সহজ ৪টি দোয়া... أستغفرُ اللهَ العظيم

উচ্চারণ: ‘আসতাগফিরুল্লাহাল আজিম।’

অর্থ: ‘আমি মহান আল্লাহর নিকট ক্ষমা চাই।’

حَسْبُنَا اللهُ وَنِعْمَ الْوَكِيلُ

উচ্চারণ: হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল।

অর্থ: ‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক।’

اللَّهُمَّ لَا تُؤَاخِذْنَا بِذُنُوبِنَا، وَلَا تُهْلِكْنَا بِغَضَبِكَ

উচ্চারণ: আল্লাহুম্মা লা তুআখিজনা বিজুনুবিনা, ওয়া তুহলিকনা বিগাদাবিকা।’

অর্থ: ‘হে আল্লাহ! আমাদের গুনাহের কারণে আমাদের পাকড়াও করো না এবং তোমার গজবে আমাদের ধ্বংস করো না।’

يَا حَيُّ يَا قَيُّومُ، بِرَحْمَتِكَ نَسْتَغِيثُ

উচ্চারণ: ইয়া হাইয়্যু ইয়া ক্বাইয়্যুমু, বিরাহমাতিকা নাস্তাগীস।

অর্থ: ‘হে চিরঞ্জীব, হে পালনকর্তা! তোমার রহমতই আমাদের সাহায্য।’

ভূমিকম্প শুধুই একটি প্রাকৃতিক ঘটনা নয়-এটি আমাদের হৃদয়ে আল্লাহর ভয় জাগিয়ে তোলে, আল্লাহর মহিমার সামনে বিনয় শেখায়।

এ সময় দোয়া, ইস্তিগফার ও তওবাই মুমিনের ঢাল। যে আল্লাহ পৃথিবীকে কাঁপান, তিনিই আবার তা স্থির করেন। তাই বিপদের মুহূর্তে তাঁরই দিকে ফিরে যাওয়া আমাদের জন্য সর্বোত্তম কাজ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন