

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইসলামি দৃষ্টিকোণ থেকে প্রতিটি কম্পন মানুষের পাপাচার ও অবাধ্যতার প্রতিফলন, কোরআন ও হাদিসে রয়েছে এর বিস্তারিত ব্যাখ্যা।
পৃথিবীর অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হলো ভূমিকম্প। সাধারণ বিপর্যয়ের মতো আগে সতর্কবার্তা পাওয়া যায় না, তাই মুহূর্তের মধ্যে ব্যাপক ক্ষতি হয়।
ইসলামি দৃষ্টিতে ভূমিকম্প কেবল প্রাকৃতিক ঘটনা নয়, বরং মানুষের জন্য সতর্কবার্তা। মুহূর্তের মধ্যে মানুষের কর্তব্য হলো তাওবা করা, আল্লাহর কাছে নিরাপত্তা প্রার্থনা করা এবং বেশি বেশি ইস্তিগফার ও স্মরণে মনোনিবেশ করা।
কোরআনে আল্লাহ তাআলা সতর্ক করেন: জনপদের অধিবাসীরা কি এতই নির্ভয় যে, আমার আজাব রাতারাতি তাদের কাছে আসবে না? (সুরা আরাফ: ৯৭)। তোমাদের ওপর যত বিপদ আসে, তা তোমাদের নিজেদের কর্মফলের কারণে; আল্লাহ তোমাদের অনেক অপরাধ ক্ষমা করে দেন। (সুরা শুরা: ৩০)
হাদিসে বলা হয়েছে, ভূমিকম্পের কারণ হতে পারে অবৈধ সম্পদ অর্জন, আমানতের খিয়ানত, জাকাতকে হালকাভাবে নেওয়া, ধর্মহীন শিক্ষা, আত্মীয়তার অবহেলা, মসজিদে অশালীন কথাবার্তা ও অযোগ্য নেতৃত্ব। (তিরমিজি: ১৪৪৭)
তাই প্রতিটি কম্পন আমাদের জন্য একটি স্মরণ, আল্লাহর দিকে ফিরে আসা, তাওবা করা, নেক আমল বৃদ্ধি করা এবং তাঁর রহমত ও নিরাপত্তা প্রার্থনার সুযোগ।
মন্তব্য করুন
