রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

২০২৬ সালে হজ করতে পারবেন ৭৮,৫০০ বাংলাদেশি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গত বছরের হজের দৃশ্য
expand
গত বছরের হজের দৃশ্য

২০২৬ সালের হজযাত্রী নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। আগামী হজ মৌসুমে বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জন হজ পালন করার সুযোগ পাবেন বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

রোববার (১৬ নভেম্বর) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. তফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিবন্ধিত হজযাত্রীরা এখন হজ পোর্টালের (hajj.gov.bd) মাধ্যমে পাসপোর্ট নম্বর দিয়ে তাদের তথ্য যাচাই করতে পারবেন। পাশাপাশি হজ সংক্রান্ত যেকোনো তথ্য বা নিবন্ধন যাচাইয়ের জন্য ১৬১৩৬ নম্বরে হজ কল সেন্টারও চালু রয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিবন্ধন শেষ হওয়ায় ধাপে ধাপে হজ প্যাকেজ, প্রশিক্ষণ এবং অন্যান্য প্রস্তুতিমূলক কার্যক্রমের তথ্য জানানো হবে।

চলতি বছর বাংলাদেশ থেকে ১,২৭,১৯৮ জনকে হজ করার সুযোগ দিয়েছিল সৌদি আরব। তবে হজে যেতে ৮৭,১০০ জন নিবন্ধন করেছিলেন। সেই হিসেবে আগামী বছরের হজ চুক্তিতে চলতি বছরের চেয়ে ৪৮,৬৯৮ জন কমানো হয়েছে।

খরচ বেড়ে যাওয়ায় ২০২৪ সালেও প্রায় ৩৩ শতাংশ কোটা পূরণ হয়নি; হজে গিয়েছিলেন ৮৫,২৫৭ জন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হবে।

সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুসারে ১২ অক্টোবর হজযাত্রী নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। পরে সেই সময় চার দিন বাড়ানো হয়েছে।

বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীদের জন্য তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

খাওয়া ও কোরবানিসহ বিশেষ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৭,৫০,০০০ টাকা।

সাধারণ প্যাকেজের মাধ্যমে হজ পালনে ব্যয় হবে ৫,৫০,০০০ টাকা।

সাশ্রয়ী হজ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫,১০,০০০ টাকা।

সরকারি ব্যবস্থাপনায় হজের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

প্যাকেজ-১ এর খরচ ধরা হয়েছে ৬,৯০,৫৯৭ টাকা।

প্যাকেজ-২ এর খরচ ৫,৫৮,৮৮১ টাকা এবং প্যাকেজ-৩ এ ৪,৬৭,১৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর পাশাপাশি ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ শিরোনামে একটি প্যাকেজও ঘোষণা করা হয়েছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন