

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম হলো নামাজ। এটি শুধু দেহের ইবাদত নয়, বরং মন ও আত্মারও পূর্ণাঙ্গ উপাসনা। অনেক সময় দেখা যায়, মুসলমানরা নিয়মিত নামাজ আদায় করেন, তবে নামাজে পড়া আয়াত ও দোয়াগুলোর অর্থ না জানার কারণে নামাজ কেবল শারীরিক কর্মে সীমাবদ্ধ থেকে যায়।
আলেমরা বলছেন, অর্থ না বুঝে নামাজ পড়লে মনোযোগ ও একাগ্রতার ঘাটতি থেকে যায়। অন্যদিকে অর্থ বুঝে নামাজ পড়লে খুশু-খুজু অর্জিত হয়, যা নামাজকে সত্যিকার অর্থে পরিপূর্ণ করে তোলে।
কুরআনুল কারিমে নামাজে মনোযোগের ওপর জোর দেওয়া হয়েছে। হাদিসেও নবী করিম (সা.) নামাজে গভীর মনোযোগী হওয়ার শিক্ষা দিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, নামাজে অর্থ বোঝার মাধ্যমে মুমিন আল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগের অনুভূতি লাভ করে।
অর্থসহ নামাজ পড়ার উপকারিতা অনেক। এটি অন্তরে প্রশান্তি আনে, গুনাহ থেকে বিরত থাকার শক্তি জোগায় এবং ঈমানকে আরও দৃঢ় করে। পাশাপাশি মুসলমানের দৈনন্দিন জীবন ও আচরণে ইতিবাচক পরিবর্তন ঘটায়।
আলেমরা বলেন, অর্থ বুঝে নামাজ পড়তে হলে প্রথমে নামাজে ব্যবহৃত সূরা ও দোয়াগুলোর অর্থ শিখতে হবে। ধীরে-সুস্থে আয়াত তেলাওয়াত করতে হবে এবং নামাজের সময় মনোযোগ ধরে রাখার চেষ্টা করতে হবে। কুরআন অধ্যয়ন ও তার ব্যাখ্যা জানার মাধ্যমেও এ অভ্যাস গড়ে তোলা সম্ভব।
ধর্মীয় বিশেষজ্ঞরা মনে করেন, অর্থসহ নামাজ পড়া মুমিনের ঈমান ও আমলকে আরও শক্তিশালী করে। তাই প্রত্যেক মুসলমানের উচিত নামাজকে শুধু রুটিন হিসেবে নয়, বরং অর্থসহ পাঠের মাধ্যমে জীবনের পরিবর্তনের মাধ্যম হিসেবে গ্রহণ করা।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    