শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদুল হারাম ও নববীতে এবারও ১০ রাকাত তারাবি

মোঃ কামাল উদ্দিন, সৌদি আরব, প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:৩৫ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

সৌদি আরব ২০২৬ সালের মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববিতে ১০ রাকাত তারাবি পড়ার সিদ্ধান্ত ধর্ম মন্ত্রণালয় কতৃপক্ষ।

মসজিদুল হারাম ও মসজিদে নববীতে আসন্ন রমজানে মক্কার মসজিদে হারাম ও মসজিদে নববিতে তারাবির নামাজ ১০ রাকাত পড়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ

রপর আদায় করা হবে ৩ রাকাত বিতর নামাজ। এভাবে মোট ১৩ রাকাত নামাজ আদায় হবে।

তারাবিহ ও বিতর মিলিয়ে পাঁচবার সালাম ফিরানো হবে। শেষ সালাম হবে বিতর নামাজের মাধ্যমে।

মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি এই সিদ্ধান্ত নিশ্চিত করেছে। আসন্ন রমজানে রাতের তারাবিহ নামাজ এই নির্ধারিত কাঠামো অনুসারেই আদায় করা হবে। মক্কা মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিরপবিত্র তারাবিহ নামাজ প্রতিদিন বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার করা হয়। এ বছর বিশ্বব্যাপী প্রতিদিন তারাবি নামাজ সরাসরি সম্প্রচার করা হবে।

বিশ্বের কোটি কোটি মুসলমান এই নামাজের সঙ্গে হৃদয়ে যুক্ত থাকেন। রমজান শুরু হওয়ার কাছাকাছি সময়ে তারাবিহ নামাজের সময়সূচি ও ইমামদের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে জানিয়েছেন ধর্মমন্ত্রণালয় ও হারামাইন শরিফাইন কর্তৃপক্ষ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X