শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

মক্কা-মদিনায় ইতিকাফের জন্য মানতে হবে নতুন নিয়ম

মোঃ কামাল উদ্দিন, সৌদি আরব প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:৫৮ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

এবারের রমজানে সৌদি আরবে পবিত্র মক্কা ও মদিনাসহ সারাদেশে বিভিন্ন মসজিদে ইতিকাফ পালনের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে ধর্ম মন্ত্রণালয় কর্তৃপক্ষ।

নতুন নির্দেশনায় সৌদি নাগরিক নন এমন ব্যক্তিদের মসজিদের রমজানের ইতিকাফে বসতে হলে অবশ্যই তাদের স্পন্সর (কাফিল) থেকে অনুমোদন নিতে হবে।

এ সিদ্ধান্ত নতুন একটি নীতিমালার অংশ, যেখানে সৌদি ও অ-সৌদি সব মুসল্লিকেই মসজিদ কর্তৃপক্ষের কাছে আগাম নিবন্ধন করতে হবে ইতিকাফ পালনের জন্য।

প্রবাসী পরিচয়ে সৌদি আরবে অবস্থানরত মুসল্লিদের ক্ষেত্রে ইকামা-আইন অনুযায়ী কাফিলের লিখিত সম্মতি প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।

নিবন্ধনের সময় সব ইতিকাফকারীর ব্যক্তিগত তথ্য যাচাই করবেন মসজিদ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

সৌদি ইসলামবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছেন এই নিয়ম দেশের সব মসজিদের জন্য সমভাবে প্রযোজ্য হবে।

মসজিদুল হারাম এবং মদিনায় মসজিদে নববী; বছর রমজানের শেষ দশ দিনে ইতিকাফে অংশগ্রহণকারীর সংখ্যা সবচেয়ে বেশি থাকে। ইতিকাফ ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল ও আইনি কাঠামোর মধ্যে আনতে চায় ধর্ম মন্ত্রণালয় কর্তৃপক্ষ।

প্রবাসীরা রমজানে ইতিকামফে-আইন অনুযায়ী কাফিলের লিখিত সম্মতি প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।

সূত্র : দ্য ইসলামিক ইনফরম্যাশন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X