শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

হজ্বে এসে মক্কায় কেউ মারা গেলে যেখানে কবর দেয়া হয়

সৌদি আরব প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৪:৪৬ পিএম
জান্নাতুল মুয়াল্লা
expand
জান্নাতুল মুয়াল্লা

সৌদি আরবের মক্কায়-পবিত্র জান্নাতুল মুয়াল্লা ( মুয়াল্লা শব্দের অর্থ হচ্ছে উঁচু। এটি সৌদি আরবের পবিত্র মক্কায় অবস্থিত ইসলাম পূর্ব যুগে স্থাপিত একটি প্রাচীন কবরস্থান। এই কবরস্থানটি পবিত্র মক্কার উঁচুদিকে অবস্থিত বলে একে মুয়াল্লা কবরস্থান বলা হয়। এটি মসজিদুল হারামের অল্প দূরে অবস্থিত। জান্নাতুল মুয়াল্লার প্রবেশপথ মারওয়া গেট থেকে প্রায় ১ কি.মি. দূরে এটির অবস্থান।

হিজরতের পূর্বে মহানবি (সাঃ) এর অনেক আত্মীয়কে এখানে দাফন করা হয়েছে। এখানে মহানবী (সাঃ) এর স্ত্রী খাদিজা বিনতে খুওয়াইলিদ, দাদা আব্দুল মুত্তালিব, বড়ছেলে কাসিম, তাঁহার চাচা ও হযরত আলী (রঃ) এর পিতা আবু তালিব সহ অন্যান্য পূর্বপুরুষদের কবর রয়েছে। বিখ্যাত কবরগুলোর উপর বিভিন্ন সময় গম্বুজ ও স্থাপনা নির্মিত হয়েছিল। পরবর্তীতে ১৯২৫ সালে আবদুল আজিজ ইবনে সৌদের শাসনামলে জান্নাতুল মুয়াল্লার মাজারগুলো ধ্বংস করা হয়। বর্তমানে এখানে কোনো কবর বাঁধানো নেই এবং কবরে কোন নামফলকও নেই।

সময়ের পরিবর্তনে মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় কবরস্থানটি কয়েকটি স্তরে বিন্যাস করা হয়েছে। পুরাতন কিছু বিখ্যাত ব্যক্তির কবরকে অক্ষত রেখে পরবর্তী কবরগুলো নতুন মাটি দ্বারা ভরাট করে ফেলা হয়েছে। হজ্জ করতে এসে কেউ মারা গেলে আগে এখানে কবর দেওয়া হতো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X