

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পবিত্র রমজান মাসে মক্কা ও মদিনা সহ সারাদেশে মসজিদের বাইরের নামাজে লাউডস্পিকার তথা মাইকের ব্যবহার নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত বহাল রেখেছে সৌদি আরব।
ফেব্রুয়ারি মাসে ২০২৬ শুরু হচ্ছে পবিত্র রমজান। যথাযথভাবে পালনের জন্য নানা নির্দেশনা জারি করেছে সৌদি ধর্ম মন্ত্রণালয় কর্তৃপক্ষ।
সৌদি ধর্মমন্ত্রী শেখ আবদুল লতিফ আল শেখ জানিয়েছেন, এবার রমজানে মসজিদগুলোর বাইরে মাইকের ব্যবহার অনুমতি দেয়া হবে না।
মসজিদে বাইরের লাউডস্পিকার বা মাইকের ব্যবহার কেবল আজান ও ইকামার সময় করা যাবে। এর বাইরে নামাজ বা অন্য কোনো ইবাদত মাইকে প্রচার করা যাবে না।
দেশটির ধর্ম মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে- গাল্ফ নিউজ। পবিত্র রমজান সামনে রেখে গত মঙ্গলবার (২০ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয় থেকে এক নির্দেশনা জারি করা হয়। এতে রমজান মাসে মসজিদ সংক্রান্ত একাধিক নির্দেশনা ও নীতিমালা তুলে ধরা হয়। নির্দেশনায় উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত সময় মেনে নামাজ আদায়ের ওপর জোর দেয়া হয়েছে। বিশেষ করে এশার নামাজের সময়সূচি ও আজান ও ইকামার মধ্যবর্তী নির্ধারিত বিরতি মানার বিষয়টি গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছে। ইফতারের আয়োজন শুধু নির্ধারিত খোলা চত্বরে করার নির্দেশ দেয়া হয়েছে। মসজিদের তত্ত্বাবধায়ক ও রক্ষণাবেক্ষণ কর্মীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি তৎপরতার নির্দেশ দেয়া হয়েছে। অন্যদিকে নারীদের নামাজের স্থানগুলো প্রস্তুত ও পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
মন্তব্য করুন
