

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


স্ত্রীর গর্ভবতী অবস্থায় স্বামী যে দোয়াগুলো করতে পারেন, তার মূল উদ্দেশ্য হলো আল্লাহর কাছে নেক, সুস্থ ও সৎ সন্তান কামনা করা। এই সময়ে নির্দিষ্ট কোনো একটি মাত্র দোয়া নেই, বরং একাধিক দোয়া ও আমল করা যেতে পারে:
১. ইব্রাহিম (আঃ)-এর দোয়া:
এটি সবচেয়ে প্রচলিত এবং কুরআনে বর্ণিত দোয়া। সূরা সাফফাত এর ১০০ নম্বর আয়াতে এটি রয়েছে:
رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ -রাব্বি হাবলি মিনাস সলিহিন
অর্থ: "হে আমার প্রতিপালক! আমাকে একজন সৎকর্মশীল (বা নেক) সন্তান দান করুন।"
২. যাকারিয়া (আঃ)-এর দোয়া:
সন্তান কামনায় হযরত যাকারিয়া (আঃ)-এর এই দোয়াটিও অত্যন্ত কার্যকর, যা সূরা আলে ইমরান এর ৩৮ নম্বর আয়াতে আছে:
رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ - "রাব্বি হাব লি মিল্লাদুনকা যুররিয়্যাতান ত্বইয়্যিবাহ, ইন্নাকা সামিউদ দুআ" অর্থ: "হে আমার প্রতিপালক! আমাকে তোমার পক্ষ থেকে একটি পবিত্র ও উত্তম সন্তান দান করো। নিশ্চয়ই তুমি দোয়া শ্রবণকারী।"
৩. সাধারণ দোয়া ও আমল:
এই সময় আল্লাহর কাছে বিনয়ী হয়ে নেক ও সুস্থ সন্তানের জন্য প্রার্থনা করা এবং নিজে সৎ কাজ করা।
মন্তব্য করুন

