শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঋণ থেকে মুক্তির উপায়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:২১ পিএম
expand
ঋণ থেকে মুক্তির উপায়

একবার একজন ব্যক্তি ঋণমুক্তির জন্য হজরত আলী (রা.)-এর কাছে সাহায্য চেয়েছিলেন। হজরত আলী (রা.) তাঁকে বললেন, নবী করিম (সা.) আমাকে এমন কিছু দোয়া শিখিয়েছিলেন, যা পড়লে আল্লাহর সাহায্যে ঋণমুক্তি সম্ভব।

এরপর তিনি বললেন: ‘আল্লাহুম্মাক ফিনি বি হালালিকা আন হারামিকা, ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।’ অর্থ: হে আল্লাহ, আপনার হালাল রুজির মাধ্যমে আমাকে সন্তুষ্ট করুন, অন্য কারও উপর নির্ভরশীল করে আমাকে রাখবেন না এবং আপনার কৃপায় আমাকে সচ্ছল করুন। (তিরমিজি: ৩৫৬৩; মুসনাদে আহমদ: ১৩২১)

ঋণের সমস্যা ও ইসলামের দিকনির্দেশনা

অর্থনৈতিক দুরবস্থায় মানুষ ঋণ নিতে বাধ্য হয়। তবে ইসলাম ঋণ নেওয়া বা অতিরিক্ত ঋণ দেওয়া থেকে সতর্ক থাকতে শিখায়। কারণ ঋণগ্রহীতার সময়মতো পরিশোধ করতে না পারা ঋণদাতাকে হতাশ করে এবং ঋণগ্রহীতার আত্মমর্যাদা ক্ষতিগ্রস্ত হয়।

হাদিস ও দোয়া ঋণমুক্তির জন্য

দোয়া ঋণমুক্তির জন্য: হজরত আয়েশা (রা.) বলেছেন, নবী করিম (সা.) নামাজের পরে দোয়া করতেন: "হে আল্লাহ, আমি আপনার কাছে গুনাহ ও ঋণ থেকে আশ্রয় চাই।" এক ব্যক্তি প্রশ্ন করলেন, "হে রাসুল, কেন ঋণের জন্য বেশি আশ্রয় চান?" তিনি বললেন, "ঋণগ্রস্ত মানুষ মিথ্যা বলে এবং ওয়াদা ভঙ্গ করে।" (বুখারি: ২৩৯৭)

আরেকটি দোয়া:

"আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি, ওয়া আউজুবিকা মিনাল-আজযি ওয়াল-কাসালি, ওয়া আউজুবিকা মিনাল-বুখলি ওয়াল-জুবনি, ওয়া আউজুবিকা মিন দ্বালায়িদ্দাইনি ওয়া গালাবাতির রিজাল।"

অর্থ: হে আল্লাহ, দুশ্চিন্তা ও দুঃখ, অলসতা, অপারগতা, কৃপণতা, ভীরুতা, ঋণের বোঝা ও মানুষদের অত্যাচার থেকে আপনার আশ্রয় চাই। (বুখারি: ২৮৯৩)

অলসতা, ঋণ ও গুনাহ থেকে আশ্রয়: "আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল কাসালি, ওয়াল হারামি, ওয়াল মাছামি, ওয়াল মাগরামি।" অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে অলসতা, অধিক বার্ধক্য, গুনাহ ও ঋণ থেকে আশ্রয় চাই। (বুখারি: ৬০০৭)

ঋণমুক্তির নৈতিক শিক্ষা ঋণ হলো মানুষের ওপর একটি ভারী বোঝা। ঋণ মাফ করা একজনের জন্য আখিরাতে মহান পুরস্কার বয়ে আনে। নবী করিম (সা.) হুনাইন যুদ্ধে অংশগ্রহণের সময় ৩০–৪০ হাজার দিরহাম ঋণ গ্রহণ করেছিলেন। যুদ্ধ শেষে তা পরিশোধের পর তিনি দোয়া করেছিলেন:

"আল্লাহ তোমার পরিবার ও সম্পদে বরকত দান করুন। ঋণের সঠিক পরিশোধে আল্লাহর প্রশংসা ও বরকত রয়েছে।" (ইবনে মাজাহ, মুসনাদে আহমদ)

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন