বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শামসুন নাহার হলে সীরাত সন্ধ্যায় সাদিক কায়েম-ফরহাদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৩:১৫ পিএম
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং জিএস এসএম ফরহাদ। 
expand
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং জিএস এসএম ফরহাদ। 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) আয়োজিত এবং শামসুন নাহার হল সংসদের বাস্তবায়নে ‘সীরাত সন্ধ্যা ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

১৭ নভেম্বর, ২০২৫ তারিখে শামসুন নাহার হলে উৎসবমুখর পরিবেশে আয়োজনটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং জিএস এসএম ফরহাদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শামসুন নাহার হল সংসদের সহ-সভাপতি কুররাতুল আইন কানিজ।

প্রধান আলোচক হিসেবে হযরত মুহাম্মদ (সা.)–এর জীবনী নিয়ে বক্তব্য দেন আস সাহওয়া ইন্সটিটিউট অব নলেজ ও ফুলের মেলা জাতীয় শিশু সংগঠনের পরিচালিকা রাইসা রিফাত জুইন। সহ-আলোচক ডাকসুর কার্যনির্বাহী সদস্য আফসানা আক্তার রাসূল (সা.)–এর অনুসরণীয় দিকগুলো তুলে ধরেন।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন শামসুন নাহার হল সংসদের সাধারণ সম্পাদক সামিয়া মাসুদ মম। আয়োজনে সহযোগিতা করেন হল সংসদের অন্যান্য সাংসদরা।

আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল সীরাত কর্নার পোস্টার প্রেজেন্টেশন, রাসূল (সা.)–এর প্রিয় খাদ্য ও ব্যবহৃত দ্রব্যাদির প্রদর্শনী এবং শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা। সাংস্কৃতিক পর্বে ফুলের মেলা ও সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় হামদ-নাত ও ইসলামী সংগীত পরিবেশিত হয়। এছাড়া জাইমা নূর এবং তার সহশিল্পীরা নাত ও কাওয়ালী পরিবেশন করেন।

কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, উপহার প্রদান এবং অংশগ্রহণকারীদের মাঝে সীরাত গ্রন্থ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন