

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সৌদি আরবের মক্কায় -স্মৃতি, ইতিহাস, ঐতিহ্য পৃথিবীর বুকে টিকে থাকে বহুকাল ও শতাব্দী অবধি। অতীতে ফেলে আসা এই স্মৃতি ধরে রাখতে মিউজিয়াম বা যাদুঘরগুলোর জুড়ি নেই।
বিশ্ব মানবতার কল্যাণ ও শান্তির শ্রেষ্ঠতম মুক্তিরদূত মহানবী (সাঃ) এর স্মৃতি ধন্য পূণ্যভূমি মক্কা-মদীনা।
শত সহস্র বছরের সেই স্মৃতিই ধারণ করে আছে এখনকার মক্কা জাদুঘর। সৌদি আরবের প্রাচীনতম ইসলামের ইতিহাস ও ঐতিহ্যের নিদর্শন মক্কা জাদুঘরে সংরক্ষিত রয়েছে।
কাবা শরিফের কাছাকাছি ওমরা মসজিদে যাওয়ার পথেই মক্কা জাদুঘর। এতে প্রবেশ করতে কোনো টিকেট কিংবা চার্জ দিতে হয় না। মক্কা জাদুঘরের দরজা সবার জন্য উন্মুক্ত। দ্বিতল এই যাদুঘরটির নিচতলায় বেশ কয়েকটি কক্ষ রয়েছে।
এতে আছে সৌদি আরবের প্রাচীন মক্কা মদিনার স্থাপত্যের নিদর্শন, সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশবিশেষ পোশাক-পরিচ্ছদ, ব্যবহার সামগ্রী ইত্যাদি।
পাশের আরেকটি কক্ষে রয়েছে আরবি বর্ণমালা কীভাবে বিবর্তিত হয়ে আজকের রূপে এসেছে তার একটা তালিকা।
বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ভাবে করা হস্তলিপিগুলো দেয়াল প্রদর্শনীতে শোভা পাচ্ছে। সংরক্ষিত আছে প্রাচীন আরবের মক্কা মদিনার অনেক নিদর্শন।
মিউজিয়ামের এক কোণায় রাখা আছে প্রাচীন সৌদি আরবের ঐতিহ্যবাহী পানির কূপ জমজম। এছাড়াও রয়েছে কূপ থেকে পানি উত্তোলনের যন্ত্রপাতি। পাশের আরেকটি কক্ষে আছে বিভিন্ন সময়ে আরবি আয়াত উৎকীর্ণ পাথুরে নকশা, প্রাচীন ধাতব মুদ্রা।
ভিন্ন আরেকটি কক্ষে আছে চোখ ধাঁধানো নজরকাঁড়া বিচিত্র সব আরবী ক্যালিওগ্রাফী প্রদর্শনী হল। এখানে রয়েছে হাতে লেখা পবিত্র কোরআন শরিফ।
এছাড়াও তৎকালীন সৌদি আরবের বিভিন্ন নিদর্শন সজ্জিত রয়েছে মক্কা জাদুঘরে যা এক পলক দেখতে ছুটে আসে পর্যটকরা।
মন্তব্য করুন
