শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

কাবা শরিফে ব্যবহৃত বিশ্ববিখ্যাত ‘উদ’: সৌদিতে তৈরি হয় বিশেষ সুগন্ধি

মোহাম্মদ কামাল উদ্দিন, সৌদি আরব প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১০:২৬ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অন্যতম সুন্নাত হলো সুগন্ধির ব্যবহার। সুগন্ধিকে পবিত্রতার প্রতীক মনে করা হয় বিধায় বিভিন্ন উপলক্ষ, ধর্মীয় অনুষ্ঠান ও স্থাপনায় সুগন্ধি বা আতর ব্যবহার করা হয়।

এ ধারাবাহিকতায় পবিত্র কাবা শরিফে প্রতিদিন সুগন্ধি ব্যবহার করা হয়।

কাবা শরিফের দেয়াল, গিলাফ, হাজরে আসওয়াদ ও মাকামে ইবরাহিমে বিশ্ববিখ্যাত সুগন্ধি ‘উদ ফাখির' মেখে দেওয়া হয়। কাবা শরিফের আঙিনা সুরভিত ও সুগন্ধময় করে রাখার উদ্দেশ্যে এ সুগদ্ধি দেয়া হয়েছে।

সুগন্ধি দেয়ার ফলে পবিত্র আঙ্গিনায় বিরাজ করে মনোরম, স্নিগ্ধ আবহ ও পরিবেশ। যেন সুঘ্রাণে আমোদিত হয়ে স্বচ্ছন্দে ও প্রশান্ত মনে ইবাদত-বন্দেগি করতে পারেন।

কাবা শরিফের ইমাম, মুয়াজ্জিন, দায়িত্বশীল, স্টাফ, আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ও পরিচ্ছন্নতাকর্মীরা সুগন্ধি দেওয়ার দায়িত্ব পালন করেন।

স্বাভাবিক সময়ে সাধারণত কাবা শরিফের আঙিনা 'উদ' দিয়ে সুগন্ধিময় করা হয়। আর কাবা শরিফের চারপাশের স্থাপনা মসজিদে হারামের ভেতরে ধূপপায়ী বার্নারের মাধ্যমে অত্যন্ত উন্নতমানের ধূপ ও লোবান দিয়ে সুরভিত করা হয়।

পৃথিবীর প্রায় সব দেশেই কমবেশি আতর-সুগন্ধি উৎপাদন হলেও কাবা শরিফসহ পুরো এলাকায় ছিটানো ও মাখানো সুগন্ধি সৌদি আরবেই বিশেষভাবে তৈরি করা হয়। সৌদির উৎপাদিত সুগন্ধি বিশ্ববিখ্যাত।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো- উদ, উদ আমিরি, উদ আসওয়াদ ও উদ ফাখির।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X