

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘ ৪২ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বৃহৎ পরিসরে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রশিবির।
শনিবার (১৫ নভেম্বর) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এই অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বিশ্ববিদ্যালয় রাজনীতিতে ‘ভাই পলিটিকস’-এর অবসানের ঘোষণা দিয়েছেন।
তিনি স্পষ্ট জানিয়ে দেন, অতীতে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির কারণে বহু শিক্ষার্থীর ক্যারিয়ার নষ্ট হয়েছে, কিন্তু এখন থেকে বিশ্ববিদ্যালয় হবে জ্ঞান, গবেষণা ও সুশিক্ষার কেন্দ্র।
অনুষ্ঠানে ছাত্রশিবিরের ওপর পূর্ববর্তী সরকারের বর্বরোচিত নির্যাতনের অভিযোগ তোলা হয় এবং ডাকসু ভিপি সাদেক কায়েম মন্তব্য করেন, 'খুনি হাসিনা' দিল্লিতে পালিয়ে গেলেও ছাত্রশিবির মানুষের হৃদয়ে থেকে গেছে এবং ন্যায়ের পক্ষে লড়ে যাবে।
শিবির সভাপতি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে জ্ঞান ও গবেষণার চর্চা হবে। মানুষ তৈরি হবে। অতীতে শিক্ষাঙ্গনে যা হয়েছে তা শিক্ষাবান্ধব ছিল না। শিক্ষকদের নোংরা রাজনীতি, সংঘাত আর বিভাজনের কারণে আমাদের বহু ভাই শহীদ হয়েছে।’
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দীন বলেন, ‘অতীতে হলে উঠতে শিক্ষার্থীদের ৮-১০ হাজার টাকা দিতে হতো। সিট বাণিজ্যের মতো অনিয়ম বন্ধে প্রশাসন কড়াভাবে ব্যবস্থা নিয়েছে। এই ক্যাম্পাসে অতীতে পদ্মা সেতুর জন্য টাকা উঠানো হয়েছিল, আর সেই টাকা ভাগাভাগি নিয়ে মানুষ খুন হয়েছে। আগস্ট বিপ্লবের পর এ ধরনের সংস্কৃতি বদলে গেছে।’
এ সময় উপস্থিত ছিলেন ডাকসু ও চাকসুর ভিপি সাদিক কায়েম ও ইব্রাহিম হোসেন রনি, শিবিরের কেন্দ্রীয় শিক্ষা ও সমাজসেবা সম্পাদকসহ বিভিন্ন বিভাগের ডীন, হল প্রভোস্ট এবং প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী।
মন্তব্য করুন
