বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নাশকতা প্রতিরোধে রাজধানীতে সাতসকালে শিবিরের মিছিল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৮:১৩ এএম আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৮:২৩ এএম
বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
expand
বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদে ও সারাদেশে নাশকতা-সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সাইন্সল্যাব হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জুলাইসহ সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেছেন।

এ সময় তারা ‘বিচার বিচার বিচার চাই, গণহত্যার বিচার চাই; জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার; জুলাই নিয়ে টালবাহানা, চলবে না চলবে না; জুলাই সনদ আইন কর, ইনসাফ কায়েম কর; দেশ চলবে কোন পথে, ফয়সালা হোক গণভোটে; নভেম্বরে গণভোট, দিতে হবে দিয়ে দাও; খুনিলীগের সন্ত্রাসীরা, হুঁশিয়ার সাবধান; রাজপথে আসিস না, ফিরতে তোদের দিব না; লীগ ধর, জেলে ভর’ ইত্যাদি স্লোগান দেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, ডাকসু ভিপি ও প্রকাশনা সম্পাদক সাদিক কায়েমসহ কেন্দ্রীয় নেতারা।

জানা গেছে, নাশকতা প্রতিরোধে রাজধানীর ১৪টি স্থানে অবস্থান নিয়েছে ছাত্রশিবিরের নেতাকর্মীরা। পাশাপাশি জামায়াতের নেতাকর্মীরাও রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়ার কথা জানায় গণমাধ্যমকে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন