

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


‘দুর্বার নেতৃত্বে গড়ি স্বপ্নের ক্যাম্পাস’ এই প্রতিপাদ্য নিয়ে ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি সাদিক কায়েম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ও সহ সাধারণ সম্পাদক মহিউদ্দীন খান। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের (চাকসু) ভিপি মো. ইব্রাহিম হোসেন ও জিএস সাঈদ বিন হাবিব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাকসু) ভিপি আব্দুর রশিদ জিতু, জিএস মাজহারুল ইসলাম, এজিএস ফেরদৌস আল হাসান ও আয়েশা সিদ্দিকা মেঘলা উপস্থিত ছিলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাহউদ্দিন আম্মার ও এজিএস সালমান সাব্বিরসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতারা সংবর্ধনা গ্রহণ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারিরা নির্বাচিত প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জাতির স্বপ্ন বাস্তবায়নে তরুণদেরই নেতৃত্ব নিতে হবে। আমি এমন এক বাংলাদেশ দেখতে চাই, যেখানে তরুণরাই পরিবর্তনের মূল চালিকাশক্তি হবে।” তিনি আরও বলেন, “অতীতে ছাত্রসংসদের অনেক প্রতিনিধি দায়িত্ব থেকে বিচ্যুত হয়েছেন, এবার যেন তার পুনরাবৃত্তি না হয়। যারা নির্বাচিত হয়েছেন, তারা যেন সৎ, দায়িত্বশীল ও দেশপ্রেমে উদ্বুদ্ধ থেকে কাজ করেন।”
অনুষ্ঠানে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাসহ আটটি ছাত্রসংগঠনের কেন্দ্রীয় সভাপতি বক্তব্য দেন। তাদের ফুলেল শুভেচ্ছা জানায় ক্ষুদে শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, এহসান মাহবুব জুবায়ের ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি রাজিবুল ইসলাম পলাশসহ সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
মন্তব্য করুন
