শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আগামী নির্বাচনে ‘অপ্রত্যাশিত পরিবর্তন’ হতে পারে: ডা. তাহের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১২:৫০ পিএম
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের
expand
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের

দেশের আগামী জাতীয় নির্বাচনে ‘অপ্রত্যাশিত এক পরিবর্তন’ ঘটতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির আয়োজিত ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ডা. তাহের বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোতে এখন রাজনৈতিক সচেতনতা বেড়েছে। আগের মতো দমন-নিপীড়ন বা টর্চার সেলের সংস্কৃতি আর নেই। মাদকাসক্তি ও অশালীনতার প্রবণতাও অনেক কমেছে।”

অনুষ্ঠানে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, “নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার নামে রাজনৈতিক ব্যবসা আর চলবে না।” তিনি আরও সতর্ক করে বলেন, “যারা সংস্কার প্রস্তাবে বাধা দেবে, তাদের পরিণতি অতীতে যারা স্বৈরাচারী আচরণ করেছে তাদের থেকেও ভয়াবহ হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন