

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালীর হাতিয়া উপজেলায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও হয়েছেন এক ছাত্রদল নেতা—এমন অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে। পরদিন বুধবার বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে।
অভিযুক্ত ছাত্রদল নেতার নাম মো. সাইফুল ইসলাম রিয়াদ। তিনি চরকিং ইউনিয়নের চরবগুলা গ্রামের বাসিন্দা এবং সুবর্ণচরের সৈকত কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। স্থানীয়ভাবে জানা গেছে, তিনি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।
অন্যদিকে নিখোঁজ হওয়া নারী সুমাইয়া আক্তার একই গ্রামের প্রবাসী মো. রাশেদের স্ত্রী। চার বছরের এক ছেলে সন্তান রয়েছে তাদের। পরিবারের অভিযোগ—সুমাইয়া স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে রিয়াদের সঙ্গে পালিয়ে গেছেন।
প্রবাসী রাশেদের বাবা আবুল খায়ের বলেন, “আমার ছেলের বউ স্বর্ণ আর নগদ টাকা নিয়ে পালিয়েছে। রিয়াদ ছাত্রদল করে বলেই অনেকে মুখ খুলতে সাহস পায় না। এখন আমরা একেবারেই অসহায় হয়ে পড়েছি।”
এক ছাত্রদল নেতা দাবি করেন, রিয়াদ দীর্ঘদিন ধরে এলাকায় নারীদের হয়রানি করত। কিন্তু রাজনৈতিক পরিচয়ের কারণে কেউ প্রতিবাদ করার সাহস পাননি।
চরকিং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম জানান, রিয়াদের সঙ্গে অনেক নেতার ছবি রয়েছে। মিছিল-মিটিংয়েও তাকে সক্রিয় দেখা গেছে। তিনি বলেন, “ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী হয়ে তার এ ধরনের কর্মকাণ্ড আমাদের বিব্রত করছে।”
যোগাযোগ করা হলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা জানান, এ বিষয়ে এখনও থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন
