রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সমঝোতা হবে না, ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি: নাহিদ ইসলাম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০১:৪২ পিএম
সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম
expand
সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এনসিপি কোনো দল বা শক্তির সঙ্গে আসনের বিনিময়ে সমঝোতা করবে না বলে জানিয়েছেন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

রোববার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জাতীয় নাগরিক পার্টি এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করছে।

আমাদের রাজনীতি আমরা নিজেদের হাতেই এগিয়ে নিয়ে যেতে চাই। নির্বাচনী ইশতেহার ও নীতি-আদর্শের সঙ্গে যদি কোনো দল বা শক্তি ঐকমত্য পোষণ করে, তাহলে আমাদের আলোচনা হতে পারে। তবে ক্ষমতা বা আসনের জন্য কারও সঙ্গে কোনো সমঝোতা হবে না।

তিনি আরও বলেন, “যদি একটি আসনও না পাই, এনসিপি তার নীতি ও লক্ষ্য থেকে সরে যাবে না। আমরা সর্বদা জনগণের কাছে আমাদের প্রক্রিয়া স্বচ্ছভাবে তুলে ধরতে চেষ্টা করি। যদি কোনো জোট বা আলোচনা হয়, তা আমরা খোলামেলা জানাবো।”

নাহিদ ইসলাম জানান, সারাদেশ থেকে মনোনয়ন প্রত্যাশীরা আবেদন করেছেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করা হবে। তিনি বলেন, দলের আহ্বান নতুন ও সাধারণ নাগরিকদের প্রতি, যারা রাজনীতি শুরু করতে চায়, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানের পর সবাই নতুন করে স্বপ্ন দেখছে। অনেকেই আগে রাজনীতি বা নির্বাচনের কথা ভাবেননি, এবার তারা সম্ভাবনা দেখছেন এবং নতুন করে স্বপ্ন দেখছেন।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন