মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা, নেতৃত্বে আছেন যারা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১০:৩২ এএম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
expand
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ১০ সদস্যবিশিষ্ট এই কমিটির প্রধান করা হয়েছে নাসীরুদ্দীন পাটওয়ারীকে, আর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. তাসনিম জারা।

মঙ্গলবার (৪ নভেম্বর) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থী বাছাই, মাঠপর্যায়ের সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া প্রচারণা, প্রশিক্ষণ ও মনিটরিংসহ সার্বিক প্রস্তুতি তদারকির জন্য এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: আরিফুল ইসলাম আদীব, মাহবুব আলম মাহির, খালেদ সাইফুল্লাহ, এহতেশাম হক, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আলাউদ্দীন মোহাম্মদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, সাইফুল্লাহ হায়দার ও অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই কমিটি কেন্দ্রীয় পর্যায়ে নির্বাচনী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন পরিচালনা উপকমিটিগুলোর কাজও সমন্বয় করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন