সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ধানের শীষ আর শাপলা কলির মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই: নাসিরুদ্দীন পাটওয়ারী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৯:৫৫ এএম আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ১০:১৫ এএম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী
expand
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টামণ্ডলীর আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী।

তিনি অভিযোগ করেছেন, “রাষ্ট্রকে ব্যক্তিগত সম্পর্কের পরীক্ষাগারে পরিণত করা হচ্ছে, যা দেশের ইতিহাসে নজিরবিহীন।”

রোববার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, “সম্প্রতি আইন উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ অধ্যাপক আসিফ নজরুলকে একটি চিঠি দিয়েছেন, যেখানে ব্যক্তিগত সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায়।

রাষ্ট্রের মর্যাদাকে এমনভাবে ব্যবহার করা মোটেই শোভন নয়। আমরা প্রধান উপদেষ্টার কাছে জানাবো—যদি উপদেষ্টা পরিষদের সদস্যরা বিভিন্ন দলের সঙ্গে গোপন সমঝোতায় যুক্ত থাকেন, তাহলে তা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য বড় হুমকি।”

তিনি আরও বলেন, “নির্বাচন কমিশনের কার্যক্রম এখনো ধীরগতিতে চলছে। অথচ নির্বাচনের আবহ তৈরি হয়ে গেছে।

আমরা চাই, আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হোক, এবং সে লক্ষ্যে এনসিপি অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে।”

এনসিপির মুখ্য সমন্বয়ক আরও বলেন, “আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছি। নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছি যেন দ্রুত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হয়, যাতে আমরা মাঠে নামতে পারি।

ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে ধানের শীষ ও শাপলা কলির মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন